সুরকার হিসেবে ধীরে ধীরে নিজের জাত চেনাচ্ছেন এস আই শহীদ। ক’দিন আগে কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখায় সুর তুলেছেন।
অন্যদিকে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়ে নিজের অবস্থানকে আরো পোক্ত করেছেন ফাতেমা তুজ জোহরা ঐশী।
এস আই শহীদের সুরে তিনটি গানে কণ্ঠ দিলেন ঐশী। এস আই শহীদের সুরে সব ক’টি গানের সংগীতায়োজন করেছেন সালমান যাইম।
গানগুলো হচ্ছে- ‘প্রেমোবাঁশি’, ‘আদর করিয়া’ ও ‘বাতাস ভরিয়া’। গানগুলোর কথা লিখেছেন যথাক্রমে মাহমুদ মুরাদ, আব্দুল মুকিত এবং আবুল হোসেন জীবন। এরমধ্যে আদর করিয়া গানটি আরএম বাউল মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে। অন্য গান দুটি প্রযোজনা প্রতিষ্ঠান কাঙাল মিউজিক এবং লেজার ভিশনের ব্যানারে মুক্তি পাবে।
গান প্রসঙ্গে ঐশী বলেন- ‘শহীদ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। এবারের তিনটি গান তিন রকমের হয়েছে। কথা আর সুরের একটা অদ্ভুত মেলবন্ধন আছে।’
গানগুলোর সুরকার এস আই শহীদ বলেন - ‘আগেও আমার ও ঐশীর বেশকিছু গান বেরিয়েছে। ভালো সাড়া পেয়েছিলাম। সে বিষয়টি মাথায় রেখেই আবারও কাজ করা। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’