বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক সংগঠন কলকাতা ছায়ানট প্রকাশ করেছে 'নজরুল ও বঙ্গবন্ধু' শীর্ষক সিডি অ্যালবাম। বুধবার (১৭ মার্চ) বিকালে কলকাতার নিউটাউনের অবস্থিত 'নজরুলতীর্থ' লাইব্রেরি মিলনায়তনে উদ্বোধক ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 'নজরুলতীর্থ'-এর কিউরেটার অনুপ কুমার মতিলাল, বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, 'কোয়েস্ট ওয়ার্ল্ড'-এর প্রতিষ্ঠাতা স্বাগত গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট গায়ক ভাস্বতী দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়ানট কলকাতার সভাপতি, বিশিষ্ট শিল্পী সোমঋতা মল্লিক।
ছায়ানটের এ কার্যক্রমের সহযোগী প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াল্ট। এতে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় জীবন ও কর্মের বহু গুরুত্বপূর্ণ দিক আলোচিত হয়েছে। উল্লেখ্য, ছায়ানট কলকাতা অনেক বছর ধরে পশ্চিমবঙ্গে নজরুলচর্চায় বিশেষ অবদান রেখে চলেছে। পাশাপাশি আন্তর্জাতিক মার্তৃভাষা ও বাঙালি শিল্প ও সংস্কৃতির নানা দিক নিয়েও কাজ করছে ছায়ানট কলকাতা।