স্থগিত জেমসের গাজীপুরের কনসার্ট

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:59:35

করোনার সংক্রমনের পর গত বছরের মার্চ থেকেই অন্য সবার মতো ঘরবন্দি ছিলেন দেশের প্রখ্যাত ব্যান্ডসংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত অনুষ্ঠান করার অনুমতি মিললেও করোনার ঝুঁকি থাকায় খুব বেশি কনসার্টে অংশ নেননি তিনি।

প্রায় এক বছর পর গত মাস থেকে তিনি কনসার্টে অংশ নেওয়া শুরু করেছিলেন জেমস। সেই ধারাবাহিকতায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ (২৬ মার্চ) গাজীপুরের রাজবাড়ি মাঠে একটি বিশেষ কনসার্টে অংশ নেওয়ার কথা ছিলো জেমস ও তার দল নগরবাউলের।

কিন্তু খারাপ খবর হলো সেই কনসার্টটি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নগরবাউল জেমসের ফেসবুক পেজে লেখা হয়েছে, “দুঃখিত! সারাদেশের-ন্যায় গাজীপুরে ও করোনার প্রকোপ বাড়তে থাকায়, গাজীপুর আপামর জনসাধারনের বৃহৎ স্বার্থে, আগামীকাল ২৬ মার্চ গাজীপুর রাজবাড়ী মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলো! সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যে কোনো সুবিধাজনক সময়ে আমরা আবারো অনুষ্ঠানটি আয়োজনের দিকে অগ্রসর হবো। ততোদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই, অবশ্যই স্বাস্থবিধি মেনে চলুন।”

কনসার্টটির আয়োজন করেছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন। মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে ছিলেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।

এ সম্পর্কিত আরও খবর