করোনামুক্ত হলেন অভিনেত্রী সন্ধ্যা রায়। সোমবার (১৭ মে) সন্ধ্যায় এই সুখবর জানালেন উডল্যান্ড হাসপাতালের সিইও ডা. রূপালি বসু। ৮০ বছর বয়সী এই অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
গত ৭ মে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা রায়। কিন্তু ৮ এপ্রিল তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে করোনা রিপোর্ট পজিটিভ আসলে একইদিন তাকে উডল্যান্ডে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশ চলে গিয়েছিলো তার পরিবার। পরে ১৯৫৭ সালে ভারতে ফিরে আসেন সন্ধ্যা রায়।
সিনেমার জগতে সন্ধ্যা রায়ের প্রবেশ ছয়ের দশকে। ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথম সারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বিএফজেএ এবং কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছেন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যা রায়। ভোটে জিতে মেদিনীপুরের সাংসদ হন তিনি।