‘দ্য এন্ড’ ওয়েব সিরিজের মধ্য দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে অক্ষয় কুমারের। বিক্রম মালহোত্রার প্রযোজনায় অ্যাকশন-থ্রিলার সিরিজটি স্ট্রিমিং হবে অ্যামাজনে প্রাইমে।
জানা গেছে, এই ওয়েব সিরিজের জন্য ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয় কুমার। যা ভারতীয় কোনো ওয়েব সিরিজের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো অভিনেতাকে দেওয়া সব থেকে বেশি পারিশ্রমিক।
তবে বলিউডের এই খিলাড়ি তারকাকে হয়তো পারিশ্রমিকের দিক থেকে টক্কর দিতে যাচ্ছেন অজয় দেবগণ।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ‘রুদ্রা’ নামের একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে অজয় দেবগণের এ কথা কম বেশি সকলেরই জানা। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এর পোস্টার। আর তাতে অভিনয়ের জন্য নাকি ১২৫ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হবে বলিউডের এই অভিনেতাকে।
এ প্রসঙ্গে অজয়ের একটি ঘনিষ্ঠসূত্র জানায়, “রুদ্রা’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে অজয়ের। আর এ জন্য পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হবে ১২৫ কোটি রুপি।”
জানা গেছে, ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’র দারুণ সফলতার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অজয় দেবগণ। তাই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের জন্য এই মূল্য হাঁকিয়েছেন তিনি।
অজয় দেবগণ ‘রুদ্রা’র এপিসোড প্রতি দুই কোটি রুপি করে নেবেন বলে জানা গেছে।