চরকিতে লাগলো দোল। ঘুরলো ফিল্ম, ফান, ফূর্তির চাকা। আজ থেকে যাত্রা করল বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। দেশি প্ল্যাটফর্মে বিশ্বমানের বিনোদনের আভাস নিয়ে এলো তারা। সিনেমা, সিরিজ, শো, তথ্যচিত্র-সহ বৈচিত্রে ভরা প্রায় ২০০ কনটেন্ট দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।
করোনা মহামারির প্রকোপে যখন দেশের চলচ্চিত্র শিল্প নাকাল, বন্ধ প্রেক্ষাগৃহের দ্বার, ঠিক তখনই বিশ্বজুড়ে বেড়ে যায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কদর।
বাংলাদেশেও জনপ্রিয় হতে থাকে দেশি-বিদেশি প্ল্যাটফর্ম ও কনটেন্টগুলো, ডালপালা ছড়িয়ে বাড়তে থাকে দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রি। আর এই বিস্তৃতির সহযাত্রী হতে চলে এলো চরকি। ঢাকাকে বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার প্রত্যয় তাদের। তাই তো কোনো প্রতিবন্ধকতাই আমলে নেয়নি তারা। মহামারির ছোবলে দেশজুড়ে চলমান লকডাউন দমাতে পারেনি চরকির গতি।
চরকিকে ঘিরে বাংলা চলচ্চিত্র ও নাটকের দর্শকদের আগ্রহের কমতি নেই। চলতি বছরের শুরুতে চরকি জানিয়েছিল তাদের একটি প্রতিশ্রুতির কথা। বলা হয়েছিল, ১২ মাসে ১২টি সিনেমা মুক্তি দেবে তারা। সেই থেকে শুরু হয় দর্শকদের অপেক্ষা। চরকির সামাজিক যোগাযগমাধ্যমের পাতাগুলো ভরে যেতে থাকলো দর্শকের বার্তা ও শুভকামনায়। অনেক দর্শক চরকির যাত্রা শুরুর সময়ক্ষেপন নিয়ে মন খারাপও করতো। কিন্তু চরকির সঙ্গ ছাড়তো না তারা। তাই চরকিও তার প্রতিশ্রুতি থেকে সরে যায়নি। ফিল্ম… ফান… ফূর্তির পসরা সাজিয়ে তারা দর্শকের সামনে হাজির।
বৈচিত্র্যময় কনটেন্টের ঝলক দেখিয়ে চরকি নিয়ে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তারকাবহুল প্রযোজনা, গুণী নির্মাতার সম্মিলন, আন্তর্জাতিকমানের নির্মাণ আর টান টান উত্তেজনায় ভরা দেশি গল্পের অনন্য মিশেল থাকবে প্ল্যাটফর্মটির প্রতিটি সৃষ্টিতে, তা শুরুতেই আঁচ করে নেয় দর্শক। এরপর একে আসতে থাকে চরকির সব অভিনব আর নান্দনিক কনটেন্টের খবর। আর এসব নিয়ে দিন কয়েক পরপরই হইহই রইরই পড়ে যেত ফেসবুক, ইউটিউবের মতো যোগাযোগ মাধ্যমগুলোয়।
সিরিজ-সিনেমা রিলিজের আগেই ফেসবুকে ছড়িয়ে পড়তে শুরু করে চরকির কনটেন্টগুলোর পোস্টার, ট্রেলার আর ট্রেলারের রিভিউ। বিভিন্ন শ্রেণী-পেশার দর্শকের মধ্যে বাড়তে থাকে কৌতুহল, আগ্রহের পারদ উঠতে থাকে উঁচু থেকেও উঁচুতে।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি তার আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, “অপেক্ষার পালা শেষ! আজ থেকে শুরু হচ্ছে ফিল্ম ফান আর ফুর্তি নিয়ে চরকির এই পথচলা।
বাংলাদেশে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিছু কিছু নিজের গতিতে চলছে। তবে এখনো অনেক বড় করে স্বপ্ন দেখার সুযোগ আছে। আমরা চরকি দিয়ে সেই বড় স্বপ্নের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। কারণ ভিডিও স্ট্রিমিং এই একটি মাধ্যম দিয়ে আমরা বাংলা কন্টেন্টকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারি । সম্ভাবনাময় সব নির্মাতা, শিল্পী, কলাকুশলি মিলে বাংলা কনটেন্ট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে–ই নির্মাণ করেন না কেন, কিংবা যে কোনো বাংলা ভাষাভাষি বিশ্বের যে প্রান্ত থেকে কনটেন্ট দেখেন না কেন— সবারই মিলনক্ষেত্র হবে চরকি। এই প্রত্যাশা নিয়ে আমরা বড় স্বপ্নটি দেখছি, পৃথিবীর সামনে বাংলা কনটেন্টটের রাজধানী হিসেবে চরকিকে প্রতিষ্ঠিত করার। আমরা খুব বিনীতভাবে যাত্রা শুরু করেছি। চেষ্টা করব, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের প্রত্যাশার সবটা স্পর্শ করার। বাংলাদেশের কনটেন্টকে বিশ্বের সামনে তুলে ধরার এই স্বপ্ন একার চেষ্টায় পূরণ করা কঠিন। আমাদের এই যাত্রায় অনেকের কাছ থেকে অনেক সহযোগীতা ও অনুপ্রেরণা পেয়েছি। তাদের সবার নাম বলে হয়তো শেষ করা যাবে না। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মিডিয়া স্টার লিঃ পরিবারের সবাইকে, এই স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্য। ধন্যবাদ পুরো চরকি টিমকে যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করে চরকিকে ঘোরানোর চেষ্টা করছেন … আর সবশেষে ভালোবাসা জানাই প্রতিটি দর্শক, শিল্পী,কলাকুশলি, নির্মাতা আর আমাদের শুভানুধ্যায়ীদের যারা আগামী দিনগুলোতে এই স্বপ্নযাত্রার সহযাত্রী হবেন। থাকবেন চরকির সঙ্গে, থাকবেন ফিল্ম… ফান… ফূর্তির সঙ্গে।”
শুধু দেশের দর্শক নয়, চরকি বিশ্বের নানাপ্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের প্ল্যাটফর্ম। এটি দেখে যাবে বিশ্বের প্রায় সব দেশ থেকে। প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা আছে তাদের। যতটাই সহজে দেশে বসে এই প্ল্যাটফর্ম দেখতে পাবে বাংলাদেশের দর্শক, এটি ততটাই সহজলভ্য প্রবাসী ও ভিনদেশিদের জন্যও। প্রতিটি দর্শকই চরকির একান্ত আপনজন। যেমন আপন ফ্রি কনটেন্ট দেখতে আসা দর্শকেরা, ততটাই আপন সাবস্ক্রিপশন কিনে চরকিতে আসা স্থায়ী দর্শকেরা। তবে স্থায়ী দর্শক, যারা সাবস্ক্রিপশন কিনে চরকি দেখবেন, তাদের জন্য থাকবে কিছু বিশেষ সুযোগ। যেমন- বিজ্ঞাপনহীন কনটেন্ট দেখার সুবিধা, সবার আগে চরকির অরিজিনাল কনটেন্ট উপভোগের সুযোগ সহ, আরো অনেক কিছু।
স্থায়ী দর্শকেরা ছাড়া চরকির সঙ্গে মৌসুমী দর্শক হিসেবে যুক্ত হওয়া যাবে। অর্থাৎ, কেউ চাইলে একটা ঝাঁ চকচকে নতুন সিনেমা বা ওয়েব সিরিজ টিকেট কেটে দেখতে পারবে। ঠিক যেমন করে সিনেমা হলে দেখা যায়। এখানে সুবিধা হলো, সিনেমা হলে একটা টিকিট দিয়ে শুধু একজনই দেখতে পারে সিনেমা, কিন্তু চরকিতে দেখতে পারবে একসঙ্গে এক টিকিটে পুরো পরিবার। তা ছাড়া খরচও হবে একটা সাধারণ টিকিটের চেয়েও অনেক কম দামে।
এবার আসা যাক চরকি দেখার মাধ্যমগুলোতে। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রায় সব ধরনের ডিভাইস থেকে চরকি দেখার সুযোগ রাখা হয়েছে। আইওস, অ্যান্ড্রয়েড ফোন, আইপ্যাড, ডেস্কটপ, ল্যাপটপ, স্যামসং টিভি, অ্যান্ড্রয়েড টিভি বক্স, ফায়ার স্টিক-সবখানেই আজ থেকে পাওয়া যাবে চরকির অ্যাপ। তা ছাড়া যেকোনো ব্রাউজার ব্যবহার করে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে চরকির ওয়েবসাইটে (www.chorki.com) দর্শক নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন। আর যদি বিঘ্ন ঘটে? এর সমাধানও জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। গ্রাহকদের সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে চরকি একটি হেল্পডেস্ক চালু করছে প্রথম দিন থেকেই। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চরকির ওয়েবসাইটে থাকা চ্যাটবক্স ও চরকির অফিসিয়াল ই–মেইল, ফেসবুক পেইজে সমস্যার কথা জানালেই এর সমাধান করবে চরকির কাস্টমার কেয়ার টিম, জানতে পারবে চরকির অ্যাপ,
ওয়েবসাইট বা সাবস্ক্রিপশন সংক্রান্ত যে কোনো তথ্য।
চলমান লকডাউনের কথা মাথায় রেখে চরকি তাদের উদ্বোধনী আয়োজনের জন্য বেছে নেয় অভিনব কৌশল। নিজেদের অরিজিনাল কনটেন্টের ক্যাটালগ প্রকাশের মধ্য দিয়ে সাড়া ফেলে সবখানে। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি শুরুতে এ আয়োজনে রাখেন শুভেচ্ছা বক্তব্য। এরপর প্রতিটি কনটেন্টকে দর্শকের সামনে তুলে ধরা হয় শৈল্পিক কায়দায়। উপমহাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পুরো আয়োজনের সূতধর হয়ে নিজের অভিনয়গুণে চরকির প্রতিটি কনটেন্টকে গাঁথেন এক সুতোয়। একেকটি অরিজিনালের জন্য একেকটি আলাদা চরিত্রে তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। যা দেখে দিব্যি আঁচ করা যায়, যে প্ল্যাটফর্মের প্রথম দর্শনেই সুনিপুণ অভিনয়ের ছটা লেগেছে, তার মৌলিক
প্রযোজনা তো সব প্রত্যাশাকে ছাপিয়ে যেতেই পারে।
এক নজরে চরকি
১. চরকি কী?
– চরকি একটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম । যেখানে থাকবে বিনোদনের বিশাল ভান্ডার। ফিল্ম, ফান আর ফুর্তির দারুণ সব আয়োজন নিয়ে এসেছে চরকি। এখানে থাকবে অরিজিনাল সিনেমা, সিরিজ, শর্টফিল্ম,জনপ্রিয় টিভি নাটক, সোনালি দিনের বাংলা সিনেমা, সাড়া জাগানো ডকুমেন্টারি, বাংলায় ডাবিং করা বিদেশি ভাষার সিনেমা- সিরিয়াল সহ আরো অনেক কিছু।
২. চরকি কিভাবে দেখা যাবে?
– চরকির কন্টেন্ট দেখতে হলে লাগবে এক কাপ চা/কফি অথবা পপকর্ণ! আর এর সঙ্গে ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্ট ডিভাইস। ওয়েব থেকে www.chorki.com ভিজিট করুন অথবা গুগুল প্লেস্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে Chorki অ্যাপটি ইন্স্টল করে নিন। ব্যস! চরকির ফিল্ম, ফান আর ফুর্তির দুনিয়ায় হারিয়ে যাওয়ার জন্য আপনি তৈরি। এবার আপনি বিনামূল্যে দেখতে পারবেন ‘ফ্রি কনটেন্ট’। প্রিমিয়াম কনটেন্ট দেখার জন্য ৬ মাস ও এক বছরের প্যাকেজ সাবস্ক্রাইব করতে হবে। চরকিতে আছে তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান—
১) ৫০ টাকায় ৩০ দিনের স্টার্টার সাবস্ক্রিপশন
২) ২৯৯ টাকায় ৬ মাসের সাবস্ক্রিপশন
৩) ৪৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন
৪) ৭৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন (২ টি ডিভাইসে একসাথে ভিডিও স্ট্রিম করা যাবে) সাবস্ক্রিপশন কেনার জন্য আপনি বিকাশ, নগদ, রকেট সহ অন্যান্য প্রচলিত মোবাইল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে থেকে পেমেন্ট করা যাবে। এভাবেই চরকি দেখতে পারবে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা দর্শক।
৩. চরকিতে কনটেন্ট দেখতে অথবা পেমেন্টে কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ
করব?
– চরকি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে ইমেইল করুন support@chorki.com এই ঠিকানায়। এছাড়াও চরকি ওয়েবসাইটে ‘লাইভ চ্যাটের’ মাধ্যমেও জানাতে পারেন আপনার প্রশ্ন ও সমস্যার কথা। এছাড়া চরকির ভেরিফাইড ফেসবুক পেজের (https://www.facebook.com/ChorkiOfficial) মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন ।
৪. চরকিতে কী কী ধরনের কনটেন্ট থাকছে?
– ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, অ্যান্থোলজি সিরিজ, তথ্যচিত্র, শর্টফিল্ম—বৈচিত্র্যময় কনটেন্টে ভরা অফুরান এক ঝাঁপি নিয়ে হাজির চরকি। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শকের জন্য আজ থেকে চরকির সব কনটেন্ট উন্মুক্ত। চলুক জেনে আসা যাক, চরকির ভান্ডারে কী কী রত্ন আছে। অরিজিনাল প্রিমিয়াম কনটেন্ট শিহাব শাহীন পরিচালিত অরিজিনাল ওয়েব সিরিজ মরীচিকা দিয়ে যাত্রা শুরু করেছে চরকি। একই দিনে মুক্তি পেয়েছে রবিউল আলম রবি পরিচালিত শিবব্রত বর্মনের লেখা গল্প নিয়ে অ্যান্থলজি সিরিজ ‘ঊনলৌকিক’–এর প্রথম পর্ব। এসবই চরকির প্রিমিয়াম কনটেন্ট। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে চরকির প্রথম অরিজিনাল ওয়েবফিল্ম ‘ইউটিউমার’। এটিও প্রিমিয়াম। প্ল্যাটফর্মটি আগেই ঘোষণা দিয়েছিল ১২ মাসে ১২টি সিনেমা মুক্তির দেওয়ার। তাই প্রস্তুত আছে অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ছবি দুটো।
এছাড়াও প্রিমিয়াম কনটেন্টের তালিকায় আছে বাংলা ডাবিং ও সাইটাইল দিয়ে কিছু আলোচিত ভিনদেশি সিনেমা। যেমন– তুর্কি চলচ্চিত্র নির্মাতা নূরে বিলগে চেলানের ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া, ইরানি ছবি টপোলি, তুর্কিশ সিনেমা মিরাকেল ইন সেল নাম্বার সেভেন। ফ্রি কনটেন্ট চরকিতে ঢোকামাত্রই দেখবেন আপনার জন্য অপেক্ষা করছে জহির রায়হান, এহতেশাম, আলমগীর কবির, আমজাদ হোসেন, রাজ্জাক, শাবানা, কবরী, ববিতার কালজয়ী সব চলচ্চিত্র। আর সবচেয়ে আনন্দের খবর, এসব কালজয়ী সৃষ্টি দর্শক দেখতে পাবেন বিনা মূল্যে। নাটকের বেলায়ও একই কথা প্রযোজ্য। হুমায়ূন আহমেদের আজ রবিবার থেকে শুরু করে একসময়ের আলোচিত প্যাকেজ নাটক বুয়া বিলাস প্রাইভেট লিমিটেড কিংবা ধরুন তারা তিন জন সিরিজের নাটকগুলো দেখতে পাবেন চরকিতে। আনিসুল হকের লেখা ও মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত জনপ্রিয় ধারাবাহিক একান্নবর্তী, ৬৯সহ দর্শকনন্দিত বিভিন্ন ফিকশন ও সিনেমা, নুরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম, অনিমেষ আইচ, রেদওয়ান রনি, ইফতেখার আহমেদ ফাহমি, আশফাক নিপুণ, শিহাব শাহীনের মতো গুণী নির্মাতাদের জনপ্রিয় সব নাটক ও টেলিছবিও থাকবে চরকিতে।