কঙ্গনা রনৌত যে ঠোঁটকাটা স্বভাবের এটি কারও অজানা নয়। যখন যা মনে আসে তাই বলে বসেন তিনি। আর তার সেসব কথার কারণে ইতিমধ্যে বহু মামলা মোকাদ্দমাও চলছে তার নামে। ফলে তাকে যদি গ্রেফতারও করা হয় তাতে হয়তো কেউ ততোটা অবাক হবে না।
তবে গ্রেফতার হয়ে নয়, সম্প্রতি পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেল পরিদর্শনে গিয়েছিলেন কঙ্গনা রনৌত।
এই জেলে বন্দি করে রাখা হয়েছিলো হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদর সাভারকরকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে জেল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন কঙ্গনা নিজেই।
ছবিগুলোর ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, “আজ আন্দামান দ্বীপে পৌঁছে আমি কালা পানি, সেলুলার জেল, পোর্ট ব্লেয়ারে বীর সাভারকরের সেল পরিদর্শন করেছি। আমার ভেতরটা একেবারে কেঁপে উঠেছিল। যখন অমানবিকতা চরমে ছিল তখনও সাভারকার জি’র রূপে মানবতা তার শিখরে উঠেছিল এবং তিনি চোখের দিকে তাকিয়ে প্রতিরোধ ও সংকল্পের সাথে প্রতিটি নিষ্ঠুরতার মুখোমুখি হয়েছিলেন।”
এদিকে, ‘মনিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে সম্প্রকি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন কঙ্গনা। এটি ছিলো তার চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার।