গত ২৫ দিন ধরে হেফাজতে আরিয়ান খান। এমনটা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি খোদ শাহরুখ পুত্র। গত ২ অক্টোবর গোয়াগামী ক্রুজ থেকে আটক করা হয় আরিয়ানকে। এরপর দু-দফার এনসিবি হেফাজত শেষে মুম্বাইয়ের আর্থার রোড জেলই ঠিকানা হয় ‘মান্নাত’র রাজপুত্রের।
আরিয়ান খান মামলায় তোলাবাজির অভিযোগে জর্জরিত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, প্রশ্নের মুখে এনসিবি মুম্বাইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। বয়ান থেকে সরে দাঁড়িয়েছে এক নিরপেক্ষ সাক্ষী প্রভাকর সেইল। এই বিতর্কের মাঝেই মঙ্গলবার (২৬ অক্টোবর) বম্বে হাইকোর্টে প্রথম দফার শুনানি হয়েছে আরিয়ান খানের জামিনের আবেদনের।
আজ (২৭ অক্টোবর) দ্বিতীয় দফায় হাইকোর্টে ওঠে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি।
এদিন দুপুর আড়াইটায় ফের বিচারপতি নীতীন সাম্বরের এজলাসে শুরু হয় মামলার শুনানি। আরিয়ানের হয়ে কোর্টে সাওয়াল করছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। এনসিবির পক্ষে সওয়াল করেন এএসজি অনিল সিং।
কিন্তু আজও জামিন পেলেন না আরিয়ান খান। আগামিকাল বম্বে হাইকোর্টে ফের জামিনের শুনানি হবে।