প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছে মাধুরী দীক্ষিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে। তবে বলিউডের এই অভিনেত্রীর কোন অভিনয়, নাচ, লাইফস্টাইল ভিডিও বা রেসেপি দেখে নয়, ৫৪ বছর বয়সী এই তারকার ছেলে রায়ান এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছেন যা দেখে সকলেই মা-ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
আমরা সকলেই জানি গত ৭ নভেম্বর বিশ্ব ক্যানসার দিবস গিয়েছে। আর এই দিনটিতেই মাধুরীর ১৬ বছর বয়সী ছেলে ক্যানসারে আক্রান্ত রোগীদের অনুদান দেওয়ার জন্য নিজের লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন।
সাধারণত ক্যানসার আক্রান্ত রোগীদের ক্যামোথেরাপি দেওয়া হয়। যার ফলে তাদের মাথার চুল পড়ে যায়। আর এই বিষয়টি খুব কষ্ট দেয় রায়ানকে। আর এ কারণেই বিশ্ব ক্যানসার দিবসে নিজের চুল কেটে ছোট করে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রায়ানের চুল কাটার সেই ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে মাধুরী লিখেছেন, “সব নায়ক টুপি পরেন না।”
সেই ভিডিওর ক্যাপশনে মাধুরী জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত রোগীদের অনুদান দেওয়ার জন্য রায়ান খুব যত্ন নিয়ে গত দুই বছর ধরে তার মাথার চুলগুলো বড় করেছে।
জানা গেছে, রায়ানের কাটা এই চুলগুলো দিয়ে ক্যানসার রোগীদের জন্য উইগ (পরচুলা) তৈরি করা হবে।
শুধু ভক্তরাই নয়, ছেলের এমন উদ্যোগে বেশ গর্বিত মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনেও।