বলিউডে পা রাখছেন নিকি

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 00:58:52

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নিকি তাম্বোলি। ‘বিগ বস’র ১৪তম আসরের ফাইনালিস্ট ছিলেন নিকি। সেই সুবাদে প্রায় সবসময়ই খবরের শিরোনামে থাকে তার নামটি। তাছাড়া ‘খাতরো কি খালাড়ি’, মিউজিক ভিডিও এবং বেশ কয়েকটি কমেডি শোতেও দেখা গেছে নিকিকে।


চমকপ্রদ তথ্য হলো- শিগগিরই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন নিকি তাম্বোলি।

ইতিমধ্যে শুরু করে দিয়েছেন নতুন ছবিটির শুটিং। সেই সঙ্গে চলছে ওয়ার্কশপও। নিজেকে ছবির জন্য তৈরি করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও বা নতুন ছবিটি প্রসঙ্গে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি দক্ষিণী এই তারকা।


২০১৯ সালে তামিল ছবি ‘কাঞ্চানা থ্রি’ দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন নিকি তাম্বোলি। সেই ছবিতে অভিনয়ের সুবাদেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর