বারবার ব্যর্থ হয়ে অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সানি দেওল। কিন্তু ফিরেছেন খুব ভালোভাবেই। ফিরেই সাফল্যের মুখ দেখলেন তিনি। ‘পাঠান’,‘বাহুবলী’ কে পিছনে ফেলে ‘গদর ২’ দ্রুততম ৫০০ কোটি রুপি আয় করে নিলে।
পরিসংখ্যান বলছে, হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড এখন ‘গদর ২’ এর দখলে। মাত্র ২৪ দিনেই এই রেকর্ড গড়ল সানি দেওল’র এই ছবি। সাফল্যের জন্য সবাই অভিনেতা-অভিনেত্রীদের বাহবাহ দিচ্ছেন। তবে সানি দেওল’র প্রশংসাই সবাই বেশি করছেন।
এর আগে ৫০০ কোটি আয় করতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৮ দিন। ‘বাহুবলী-২’ তা করেছে ৩১তম দিনে।
সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় তিন নম্বরে রয়েছে ‘গদর ২’। প্রথম স্থানে রয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। যার আয় ছিল ৫৪০ কোটি রুপি। ৫১১ কোটি রুপি আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ‘বাহুবলী ২’। ‘গদর ২’ এর এখন পর্যন্ত আয় ৫০১.৮৭ কোটি রুপি। খুব দ্রুতই এই ছবি ৬৫০ কোটি আয় করতে পারবে বলে জানিয়েছেন সিনেমা বিশেষজ্ঞরা।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ খানের ‘জওয়ান’। প্রথম দিনেই অগ্রিম টিকেট বিক্রির রেকর্ড গড়েছে ছবিটি। তবে কি ‘গদর ২’ কে প্রথম স্থানে যেতে হলে পাল্লা দিতে হবে ‘জওয়ান’ এর সাথে?