অপেক্ষার পালা শেষ। এরইমধ্যে ঘোষনা করা হয়েছে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ও বৃহৎ সৌন্দর্য্য প্রতিযোগীতা মিস ইউনিভার্স ২০২৩ বিজয়ীর নাম। এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় বসেছিল মিস ইউনিভার্সের আসর। বাংলাদেশ সময় ১৯ নভেম্বর সকাল ৯টার দিকে ঘোষনা করা মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ার ২৩ বছর বয়সী প্রতিযোগী শেনিস পালাসিওস।
এর মাধ্যমে ইতিহাস গড়লেন শেনিস। কারণ তিনিই প্রথম নিকারাগুয়ান প্রতিযোগী যিনি মিস ইউনিভার্স জিতেছেন। শেনিস পালাসিওসের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতার গতবারের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।
৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৯০টি দেশের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রথমে সুইমিং-স্যুট এবং তারপর “ন্যাশনাল কস্টিউম রাউন্ড” শেষ হয়ে গ্র্যান্ড ফিনালেতে গড়ায় মিস ইউনিভার্স-২০২৩। চাকচিক্যে ঘেরা নানারকম পোশাক পড়ে মঞ্চে উপস্থিত হন সুন্দরীরা। বাঘা বাঘা প্রতিযোগীদের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।
এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগীতা প্রচলিত প্রতিবন্ধকতা ভাঙ্গায় আলোচনায় বিশেষ জায়গা দখল করে আছে। কলম্বিয়ার অংশগ্রহণকারী প্রতিযোগী মারিয়া ক্যামিলা অ্যাভেলা মন্টানেজ এবং গুয়াতেমালার মিশেল কোহেন বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা প্রথম এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সন্তানধারী এবং বিবাহিত প্রতিযোগী।
তাছাড়া নেদাল্যান্ডের নাগরিক রিকি ভ্যালেরি এবং পর্তুগালের মেরিনা ম্যাচেতে ২য় ও ৩য় ট্রান্সজেন্ডার মহিলা যারা এই প্রতিযোগীয় অংশগ্রহণ করেছেন। নতুন কিছু করার বাঁধ ভাঙ্গা প্রত্যাশা তাদের মধ্যে।