জাকির হোসেন-শঙ্কর মহাদেবনের গ্র্যামি জয়

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-05 14:52:01

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস ভারতীয়দের জন্য এনেছে দারুণ সুখবর। এ আর রহমানের পর এ দেশের মেইনস্ট্রিম দুজন মিউশিয়ান পেলেন গ্র্যামি।

৬৬তম গ্র্যামি পুরস্কারে বাজিমাত করেছেন ভারতীয় তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ও সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন।

চলতি বছর গ্র্যামিতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে তাদের ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’।

আজ সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে গ্র্যামি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘শক্তি’ ব্যান্ডের সদস্যরা

গ্র্যামির মঞ্চে শঙ্কর মহাদেবনের সঙ্গে ‘শক্তি’ ব্যান্ডের আরেক সদস্য গণেশ রাজগোপালানকে পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার গ্রহণের পর শঙ্কর মহাদেবন বলেন, ‘পুরস্কারটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করছি।’

‘দিস মোমেন্ট’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে ২০২৩ সালের ৩০ জুন। অ্যালবামে আটটি গান রয়েছে। এর বাইরে ‘পশতু’ গানের সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন জাকির হোসেন। এতে তার সঙ্গে রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার। ভারতীয়দের মধ্যে বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও গ্র্যামি পুরস্কার পেয়েছেন।

জাকির হোসেন ও শঙ্কর মহাদেবন

এবারের আসরে ‘ফ্লাওয়ার্স’-এ জন্য রেকর্ড অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন মাইলি সাইরাস। ‘মিডনাইট’ দিয়ে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট।

এ সম্পর্কিত আরও খবর