মধুবালা হওয়ার লড়াইয়ে অভিনেত্রীরা

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-18 17:04:22

মোটে ৩৬ বছর বেঁচে ছিলেন। তবে হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠা তাতে আটকায়নি। হচ্ছিল মধুবালার কথা। ‘মহাল’, ‘বাদল’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘বারসাত কি রাত’ বা ‘মুঘল-এ-আজম’ মধুবালাকে মনে রেখেছেন দর্শক। ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। ভারতের অনেক তারকার বায়োপিক হলেও মধুবালার বায়োপিক এখনো হয়নি। পর্দায় মধুবালা হতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। ভারতীয় গণমাধ্যম মিড ডে অবলম্বনে জেনে নেওয়া যাক বিস্তারিত।

ইয়ামি গৌতম

অনেকবারই মধুবালার চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ইয়ামি গৌতম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অনেক রাত মধুবালা অভিনীত গান শুনে বা দেখে পার করেছি। তিনি যদি এখন বেঁচে থাকতেন, কী ভালোই না হতো। তিনি আমার অন্যতম প্রিয় অভিনেত্রী। অবশ্যই পর্দায় তার চরিত্রে অভিনয় করতে চাই।’

অনন্যা পান্ডে

‘দ্য ক্রাউন’-এ প্রিন্সেস ডায়ানার চরিত্রের এলিজাবেথ ডেবিকির পারফরম্যান্স দেখে মুগ্ধ হন অনন্যা পান্ডে। মূলত নেটফ্লিক্সের আলোচিত এ সিরিজ দেখার পর থেকেই বায়োপিকে অভিনয়ের জন্য আগ্রহী হয়ে উঠেছেন তিনি। আর সেটা যদি মধুবালার বায়োপিক হয়, তাহলে তো কথাই নেই। কেবল মধুবালাই নন, জিনাত আমান, ওয়াহিদা রেহমান বা রেখার বায়োপিকেও অভিনয় করতে চান অনন্যা।

কৃতি শ্যানন

পর্দায় মধুবালা হতে আগ্রহী এই সময়ের আরেক আলোচিত অভিনেত্রী কৃতি শ্যাননও। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি তাকে খুব শ্রদ্ধা করি, সুযোগ পেলে অবশ্যই মধুবালার বায়োপিকে অভিনয় করতে চাই। তিনি এমন একজন, যিনি এখনো মানুষের হৃদয়জুড়ে আছেন, সব সময়ই থাকবেন।’

মধুবালার বায়োপিকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেত্রী পল্লবী শারদাও, ‘মধুবালার জীবন খুবই ঘটনাবহুল। তার বায়োপিকে অভিনয় হবে রোমাঞ্চকর এক যাত্রা।’

 

এ সম্পর্কিত আরও খবর