দীর্ঘ বিরতির পর শাহরুখের হাতে পুরস্কার

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-21 19:21:02

ভারতের বেসরকারি আয়োজনের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সবচেয়ে বেশিবার পেয়েছেন শাহরুখ খান। কিন্তু সরকারি পুরস্কারের বেলায় যেন কিছুতেই ভাগ্য সহায় হচ্ছিল না বলিউড বাদশার। পদ্মশ্রী পেয়েছেন বেশ আগেই। ওইটুকুই যা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো অধরা এই তারকার। এতোদিন পাননি দাদা সাহেব ফালকের মতো পুরস্কারও।

এক সময় প্রায় প্রতি বছরই একাধিক পুরস্কার পাওয়া শাহরুখের হাতে দীর্ঘদিন ধরে হাতে ওঠেনি কোনো পুরস্কার। এ নিয়ে নিশ্চয়ই মনে মনে হতাশার বীজ বুনেছিলেন তিনি। তবে গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সাফল্যের শীর্ষে উঠেছিলেন বলিউডের এই হিরো। আর এই বছরের শুরুতে পুরস্কারের খরাও কাটল কিং খানের। তার হাতে উঠল দাদাসাহেব ফালকের সেরা অভিনেতার পুরস্কার।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শাহরুখ খানের বন্ধু রানী মুখার্জি

গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০২৪। গত বছরের দ্বিতীয় হিট ছবি ‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কারটি নিজের ঝুলিতে পুরেছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান।

পুরস্কার হাতে নিয়ে শাহরুখ বলেন, ‘জুরি মেম্বারদের প্রতি শুকরিয়া জানাচ্ছি যে সেরা অভিনেতা হিসেবে আমাকে যোগ্য মনে করেছেন তারা। অনেক বছর হয়ে গেছে সেরা অভিনেতার পুরস্কার পাইনি আমি। তাই মনে হয়েছিল আর কখনোই পুরস্কার পাব না আমি। পুরস্কার আমার খুব ভালো লাগে, এ জন্য কিছুটা লোভীও আমি।’

পুরস্কারটি পেয়ে যেমন রোমাঞ্চিত, তেমনি আবেগাপ্লুত শাহরুখ খান

নিজের বক্তব্যে পুরো ‘জওয়ান’ টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ খান। বলেন, ‘‘পুরস্কারটি পেয়ে যেমন রোমাঞ্চিত, তেমনি আবেগাপ্লুত আমি। কারণ, মানুষ আমার কাজকে স্বীকৃতি দিয়েছে। ‘জওয়ান’ সিনেমার সঙ্গে অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে আছে। তাদের জন্যই আজ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছি আমি। কথা দিচ্ছি, ভারত এবং দেশের বাইরের মানুষকে আনন্দ দিতে কঠিন পরিশ্রম করে যাব আমি। এ জন্য নাচতে হলে নাচব, উড়তে হলে উড়ব, পড়ে যেতে হলে তা-ই করব, প্রেম করব; শয়তান, খারাপ মানুষ কি ভালো মানুষ—পর্দায় সবকিছু হতেই রাজি আমি। ইনশা আল্লাহ, কঠিন পরিশ্রম করে যাব আমি।’’

শুধু সেরা অভিনেতাই নয়, ‘জওয়ান’-এর ঝুলিতে উঠেছে একগাদা পুরস্কার। সেরা চলচ্চিত্রের পুরস্কারটিও জিতে নিয়েছে ‘জওয়ান’। ‘মোস্ট ভার্সেটাইল অ্যাকট্রেস অব দ্য ইয়ার’ জিতেছেন ‘জওয়ান’ অভিনেত্রী নয়নতারা। এ ছাড়া সমালোচক ক্যাটাগরিতে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নির্মাতা অ্যাটলি কুমার।

‘মোস্ট ভার্সেটাইল অ্যাকট্রেস অব দ্য ইয়ার’ জিতেছেন ‘জওয়ান’ অভিনেত্রী নয়নতারা

শুধু তা-ই নয়, শাহরুখ খানের ‘পাঠান’ও জিতে নিয়েছে সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার। এই পুরস্কার উঠেছে বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার হাতে।
২০১৮ সালে ‘জিরো’ মুক্তির পর ২০২৩ সালের জানুয়ারিতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ নিয়ে আবারও বড় পর্দায় হাজির হন শাহরুখ খান। এর পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙতে থাকে ‘পাঠান’। সেপ্টেম্বরে বক্স অফিসে ‘জওয়ান’ নিয়ে হাজির হন কিং খান। বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপি আয় করে ছবিটি। এরপর বছরের শেষে ডিসেম্বরে আসে ‘ডানকি’। এটিও শাহরুখের ব্যবসা সফল সিনেমা।

Caption

এছাড়া পুরস্কার পেয়েছেন ওয়েব ফিল্ম ‘জানে জা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর খান। শাহেদ কাপুরও পুরস্কার পেয়েছেন সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল। ‘স্যাম বাহাদুর’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘অ্যানিমেল’-এর জন্য সেরা নেতিবাচক চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল।

এ সম্পর্কিত আরও খবর