বছরের শেষে বড়পর্দায় আসবেন নুসরাত ফারিয়া

ঢালিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-03-10 18:01:42

‘দেবী’ সিনেমার ব্যাপক সাফল্যের পরও দীর্ঘ বিরতি নিয়ে নতুন ছবির কাজ শুরু করেন পরিচালক অনম বিশ্বাস। সেই সিনেমার নাম ‘ফুটবল ৭১’। ছবিটিতে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক আরিফিন শুভকে।

শুভ ও ফারিয়াকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে জাতির পিতা বঙ্গবন্ধুর আলোচিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ। এতে বঙ্গবন্ধুর চরিত্রে শুভ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে ফারিয়ার অভিনয় প্রশংসা কুড়ায়।

‘ফুটবল ৭১’-এ জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ

তাদের নতুন ছবি ‘ফুটবল ৭১’ ১৯৭১ সালের ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। দীর্ঘ গবেষণার পর ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি শুটিং শুরু হয়। এখন কাজ একদমই শেষ পর্যায়ে। এ বছর শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা নিশ্চিত করলেন নির্মাতা অনম বিশ্বাস।

নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে এ নির্মাতা বলেন, ‘আমি সিনেমার বিষয়ে বরাবরই একটু খুঁতখুঁতে। সবসময় চেষ্টা করি দর্শকদের নিখুঁত কাজ উপহার দেওয়ার। সে ক্ষেত্রে আমার কাজগুলো শেষ হতে একটু দেরি হয়। দেশের বিভিন্ন জেলায় আমরা এরই মধ্যে শুটিং করেছি। সামান্য কিছু শট বাকি আছে। আশা করি খুব দ্রুত দৃশ্যায়ন শেষ করতে পারব।’

নুসরাত ফারিয়া

এ সময় সিনেমার গল্প ও মুক্তির বিষয়ে পরিচালক বলেন, ‘সিনেমার গল্পে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বের কথা উঠে আসবে। সেখানে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প দেখানো হবে। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এ ফুটবল দলের হাত ধরেই উড়েছিল। সেই আবেগের চিত্রায়ণও হবে। আশা করি সিনেমাটি আমাদের দেশের দর্শকদের স্বাধীনতার সেই সময়ে নিয়ে যাবে। দুই ঈদের পর সিনেমাটি আমরা প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছি। সেটি হতে পারে নভেম্বর অথবা ডিসেম্বর।’

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সময়ের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রীকে। সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নায়িকার ভূমিকায় আছেন নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া

২০১৯-২০ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। শুভ-ফারিয়া ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাঁধন, লিংকনসহ দেশের একঝাঁক তারকা।

এ সম্পর্কিত আরও খবর