ঈদের ‘সন্ধ্যা ৭টা’য় আসছেন নির্মাতা পলাশ

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-18 17:19:00

কাজল আরেফিন অমির সহকারী পরিচালক থেকে অভিনেতা হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের কাবিলা চরিত্রে অভিনয় করে তরুণদের মাঝে অন্যরকম ক্রেজ তৈরী করেছেন পলাশ।

অভিনেতা হিসেবে অধিক সফল হলেও মনের ভেতর তার মূল স্বত্তা নির্মাতা। জিয়াউল হক পলাশ নির্মিত ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’, ‘একটুখানি’ ও ‘রিভেঞ্জ’ নাটকগুলো প্রচার হয়েছে। এছাড়া তিনি ব্যান্ড ‘অ্যাশেজ’র দুটি মিউজিক ভিডিও (নিজের জন্য ও আমার দিকে তাকিয়ে সে) নির্মাণ করে সাফল্য পেয়েছেন তিনি।

পরিচালনাই তার প্রথম ও মূল ভালোবাসা। যেটা বাইরে আসে মাঝে মধ্যে, লম্বা সময় পর পর। সেই লম্বা সময়ের বিরতি কেটেছে। এই ঈদেই নতুন নির্মাণ নিয়ে ফিরছেন পলাশ। এবারের নাটক ‘সন্ধ্যা ৭টা’। কাজটি নিয়ে পলাশ তো বটেই, তার ঘনিষ্ঠজনেরাও ভীষণ উচ্ছ্বসিত।

 ‘সন্ধ্যা ৭টা’য় পলাশের পরিচালনায় অভিনয় করেছেন পারসা ইভানা

এই নাটকে কারা অভিনয় করেছেন, সেটা এখনও প্রকাশ করেননি পলাশ। তবে তিনি জানালেন, এতে দেখা যাবে পারসা ইভানা, ইরফান সাজ্জাদ, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু প্রমুখ শিল্পীকে। যারা মূলত পলাশের নিয়মিত সহশিল্পী।

নতুন নির্মাণ নিয়ে পলাশের বক্তব্য এরকম, ‘বরাবরই বলি, পরিচালনাই আমার প্রথম আবেগ-ভালোবাসা। অভিনয় ব্যস্ততায় হয়ত বেশি কাজ করা হয় না। অবশ্য আমি নিজেও ভূরি ভূরি কাজ করতে চাই না। খুব বেছে, সময় নিয়ে তবেই নির্মাণ করি। এবারের গল্পটা গ্রামীণ প্রেক্ষাপটের। প্রথমবার এমন ধাঁচের গল্পে নাটক বানালাম।’

জিয়াউল হক পলাশ 

‘সন্ধ্যা ৭টা’র শুটিং অভিজ্ঞতা জানিয়ে পলাশ বলেন, ‘অভিনয়শিল্পীরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দারুণ করেছেন। তবে বিশেষ করে পাভেলের কথা বলতে চাই। ও এতো ভালো কাজ করেছে যে, মুগ্ধ আমি। আমার বিশ্বাস, পাভেল যেভাবে এগোচ্ছে, অনেক দূর যাবে। আর একটা বিষয় উপলব্ধি করলাম, এই নাটকে যারা অভিনয় করেছে, তাদের প্রত্যেকেই আমার সহশিল্পী। তবে পরিচালক হিসেবে প্রথমবার তাদেরকে নিয়ে কাজ করলাম। এর ফলে তাদের অভিনয়সত্তা নতুনভাবে আবিষ্কার করেছি।’

নাটকটিকে রোমান্টিক কিংবা কমেডি কোনও নির্দিষ্ট ছকে ফেলতে চান না পলাশ। তার ভাষ্য, ‘এটাকে আমি বলতে চাই মিক্সড জনরা। এখানে হাসি, আনন্দ, প্রেম, বেদনা সব কিছুর আঁচ রয়েছে। সব কিছুর সমন্বিত একটা স্বাদ পাবেন দর্শক।’

জিয়াউল হক পলাশ

তরুণ এই তারকা জানালেন, ঈদ আয়োজনে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘সন্ধ্যা ৭টা’। এটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে ঈদের দিন সন্ধ্যা ৭টায়!

 

এ সম্পর্কিত আরও খবর