তমার পাঠানো আইনি নোটিশ নিয়ে যা বললেন মিষ্টি

ঢালিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-05-23 17:27:57

শাকিব খান, শাহরিয়ার নাজিম জয়ের পর চিত্রনায়িকা তমা মির্জাকে নেতিবাচক বক্তব্য দেওয়ার কারণে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তমা। এ খবর আজকের আলোচিত বিষয়।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির এমন আপত্তিকর মন্তব্যে তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে। তমার নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

মিষ্টি জান্নাত ও তমা মির্জা

এবার এই নোটিশ মুখ খুললেন মিষ্টি। তিনি বার্তা২৪.কমকে বলেছেন, আমি এখনো কোনো নোটিশ হাতে পাইনি। তবে গণমাধ্যমে এ নিয়ে খবর দেখেছি। পরিষ্কার বলতে চাই, আমি কারো নাম উল্লেখ করিনি। উনি কথাগুলো কেন নিজের গায়ে মাখলেন জানি না। এরকম ভিত্তিহীন নোটিশ দিয়ে হয়রানি করার মানে কি? এখন আমাকেও আইনের দ্বারস্থ হতে হবে।’

মিষ্টি জান্নাত গণমাধ্যমকে আরও বলেন, ‘আমি তো এখন টক অফ দ্য কান্ট্রি। তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হবার চেষ্টা করছে সে (তমা মির্জা)। তবে সব করে লাভ নেই, আমি লন্ডনের ইউনিভার্সিটি অফ অ্যাসেক্স- এ আইন বিষয়ে পড়ছি। আইনইটা ভালো জানি।’

এ সম্পর্কিত আরও খবর