‘৭৭ তম কান চলচ্চিত্র উৎসব’ আজীবন স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে বিশ্ববিখ্যাত আমেরিকান গায়িকা সেলেনা গোমেজের।
অনেকেই ভাবতে পারেন, কান হলো চলচ্চিত্রের উৎসব আর সেলেনা হলেন গানের মানুষ। অন্যতম জনপ্রিয় তারকা হওয়ার সুবাদে কোন বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে তিনি কানের রেড কার্পেটে সৌন্দর্যের জৌলুস ছড়াতেই পারেন। কান উৎসবে এর বেশি আর কী করতে পারেন তিনি?
কিন্তু বিষয়টি অতোটুকুতে আটকে নেই। সেলেনাকে যারা অনুসরন করেন তারা জানেন, এই তারকা এতো বড় গায়িকা হয়ে ওঠার আগে থেকেই অভিনয় করতেন। শিশুশিল্পী হিসেবে ডিজনি স্টুডিওর সিরিজে অভিনয় করতেন তিনি। এজন্য একটা সময় সেলেনাকে ডিজনি গার্লও বলা হতো।
সময়ের সাথে সাথে তিনি গানকেই আপন করে নেন। সেখানে এতো বড় জায়গা দখল করে নেন যে, তার অভিনেত্রী পরিচয় ঢাকা পড়ে যায়। এরমধ্যে তিনি প্রচুর সুপারহিট গান উপহার দিয়েছেন। তার ঝুলিতে বেশ ক’টি রয়েছে মিউজিক অঙ্গনের সর্বোচ্চ পুরস্কার ‘গ্রামি’। সেলেনাই এখন ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ারপ্রাপ্ত শোবিজ তারকা।
আবারও পরিণত সেলেনা এলেন অভিনয়ে। গত ১৮ মে তার ছবির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। ‘এমিলিয়া প্যারেজ’ নামের সিনেমাটির প্রিমিয়ার শেষে পুরো টিম নয় মিনিট স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়। দর্শকদের উল্লাসের প্রতিক্রিয়ায় কান্নায় ভেঙে পড়েন সেলেনা। এবারের কান উৎসবে সবচেয়ে বেশি সময় ধরে স্ট্যান্ডিং ওভেশন পাওয়া সিনেমা ছিল এটি।
গতকাল পর্দা নেমেছে কান চলচ্চিত্র উৎসবের। রীতি অনুযায়ী বিজয়ীর তালিকা সেদিনই প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় উঠে এসেছে সেলেনা গোমেজের নাম! ‘এমিলিয়া প্যারেজ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
সেলেনার ছবিটি বিশেষ জুরি পুরস্কারও পেয়েছে। সেলেনার সহশিল্পী ক্লারা সোফিয়া সেই পুরস্কার গ্রহণের জন্য কানের শেষ দিন পর্যন্ত উৎসবেই ছিলেন।
তবে সেলেনা ভীষণ ব্যস্ত শিল্পী। তাই বেশি সময় নিয়ে কান উৎসবে যাননি তিনি। ছবির প্রিমিয়ার শেষেই ফিরে চান মাতৃভূমিতে। তাই ক্লারাই সেলেনা ফোন করে সেরা অভিনেত্রী হওয়ার খবর দেন। তখন সেলেনা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে পিকনিক করছিলেন বন্ধুদের সঙ্গে। খবরটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন সেলেনা। ফোনেই বলেন, ‘আমি খুবই এক্সাইটেড।’
এরপর ইন্সটাগ্রাম স্টোরিতে সেলেনা লেখেন, ‘অশেষ ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব এবং জুরি বোর্ডকে।’
এবার জুরি বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছেন ‘বার্বি’ সিনেমাখ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ। সদস্য ছিলেন এভা গ্রীণ, লিলি গ্ল্যাডস্টোনের মতো অভিনেত্রীরা।
সেলেনার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তার ছবির তিন সহশিল্পী যোয়ি সালডানা, অ্যাড্রিয়ানা পাজ ও ক্লারা সোফিয়া গ্যাসকন। নারীকেন্দ্রিক সিনেমাটির নির্মাতা সাবেক স্বর্ণ পামজয়ী ফরাসি পরিচালক জ্যাক অডিয়াঁর।