রণবীরের সঙ্গে গোপন ভিডিও ফাঁসের পর যা হয়েছিলো মাহিরার!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রণবীর কাপুর ও মাহিরা খানের সেই ফাঁস হওয়ার ভিডিওর দৃশ্য

রণবীর কাপুর ও মাহিরা খানের সেই ফাঁস হওয়ার ভিডিওর দৃশ্য

বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ ছবি করার পর ভারতে ব্যাপক জনপ্রিয়তা পান পাকিস্তানের শীর্ষ অভিনেত্রী মাহিরা খান। কিন্তু পর পর এমন কিছু ঘটনা ঘটে যায় যে ভারতে আর কাজ করা হয়ে ওঠেনি তার।

সব থেকে বিতর্কিত ছিল রণবীর কাপুরের সঙ্গে মাহিরার ধূমপানের ভিডিও। সঙ্গে নজরে আসে অভিনেত্রীর পিঠে কামড়ের দাগ। রণবীরের সঙ্গে ওই ছবি প্রকাশ্যে আসার পর কী ভাবে দিন কেটেছিল মাহিরার, তা নিয়ে এতোদিন একেবারেই চুপ থাকলেও এবার মুখ খুললেন অভিনেত্রী।

বিজ্ঞাপন
রণবীর কাপুর ও মাহিরা খান

ছবিটি নাকি নিউ ইয়র্কে তোলা। একটি হোটেলের বাইরে একান্তে সময় কাটাচ্ছিলেন রণবীর-মাহিরা। অভিনেত্রীর পরনে সাদা পিঠ খোলা জামা, এলোমেলো চুল। রণবীরের পরনে ট্র্যাক প্যান্ট ও টি-শার্ট। হোটেলের বারান্দায় ধূমপান করছেন দু’জনে। এই ছবিতে অনেকেরই নজর কাড়ে মাহিরার পিঠে কামড়ের দাগ।

সেই একান্ত সময়ের ভিডিও ফাঁসের পর তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন মাহিরা। অনেকেই তাকে বলতে শুরু করেন, তার ক্যারিয়ার এবার শেষ! তখন লম্বা সংসার ভেঙেছে সদ্য, ছেলে ছোট। যার ফলে ভীষণ চাপ অনুভব করেছিলেন তা স্বীকার করে নেন মাহিরা। তিনি বলেন, ‘মানুষের সমালোচনায় আমিও ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে সামাল দেব। একটা সময় রাতভর কেঁদে কাটিয়েছি।’

বিজ্ঞাপন
মাহিরা খান

সময়টা কঠিন ছিল কিন্তু মাহিরা কঠিন সময় একা পার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার কথায়, ‘সেই বছরটা কঠিন একটা সফরের মধ্যে দিয়ে গিয়েছে। একেতো আমার বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে, তারপর ছেলেকে একা হাতে মানুষ করছি। ও দিকে প্রতিবেশী দেশের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বড্ড কঠিন ছিল সময়টা। তবে সেভাবে কাউকে বুঝতে দিইনি।’

সেই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। গত বছর দ্বিতীয় বার ঘর বেঁধেছেন মাহিরা। রণবীরও এখন আলিয়া ভাটের সঙ্গে সুখের সংসার করছেন। তাদের ঘর আলো করে এসেছে কণ্যা রাহা।

দ্বিতীয় বার ঘর বেঁধেছেন মাহিরা