কন্যাকে জন্মদিনে গান উপহার পুতুলের

সুরতাল, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-06-22 13:24:50

জনপ্রিয় সংগীতশিল্পী ও লেখক সাজিয়া সুলতানা পুতুল। নিজে গান গাওয়ার পাশাপাশি অনেক বছর ধরে গান লেখেন, সুর করেন এবং মিউজিক কম্পোজিশন করেন। তার স্বামী সৈয়দ রেজা আলীও গানের মানুষ। তিনিও একাধারে গায়ক, সুরকার এবং কম্পোজার।

এই দম্পতির একমাত্র কন্যা গীতলীনা। আজ তার দ্বিতীয় জন্মদিন। মেয়ের প্রথম জন্মদিনে পুরো মিউজিক ইন্ডাস্ট্রিতে একত্রিত করেছিলেন তারা। তবে এবার তেমন কোন আয়োজনের কথা শোনা যায়নি।

পুতুলের সঙ্গে কন্যা গীতলীনা

তাই বলে কী একমাত্র কন্যার জন্মদিন সাধারন রাখা চলে? মেয়েকে স্পেশ্যাল উপহার তো দেওয়া চাই-ই! সঙ্গীত নিয়ে যাদের বসবাস তাদের কাছে এক একটি নতুন গানও সন্তানের মতো পরম যত্নে লালিত হয়। তাইতো গীতলীনাকে জন্মদিনের উপহার হিসেবে একটি নতুন গান উপহার দিলেন মা পুতুল। সেই গানের লিংক শেয়ার করে পুতুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘গীতলীনার দ্বিতীয় জন্মদিনে কী উপহার দিলাম? একটা গান; শিরোনাম ‘গীতলীনা’।’’

পুতুল আরও লিখেছেন, ‘অন্তঃসত্ত্বাকালীন সময় থেকে আজ ২ বছরের গীতলীনা পর্যন্ত এ এক যাত্রা; একটা গল্প। গীতলীনা যখন গর্ভে আমার, তখন থেকেই এই গানটার পরিকল্পনা করেছি। তাই তার ভূমিষ্ঠ হবার পর প্রথম কান্নাটা রেকর্ড করতে বলে রেখেছিলাম রেজাকে। সেই কান্নার শব্দ থেকে শুরু করে দুই বছরে গীতলীনার বিবর্তনের গল্প নিয়ে এই গান। সেই সঙ্গে অন্ত:সত্ত্বা থেকে মা হয়ে উঠবার আমার মনস্তাত্ত্বিক টানাপোড়েনটা উঠিয়ে এনেছি সৃষ্টির মোড়কে।’

সাজিয়া সুলতানা পুতুল

সবশেষে পুতুল লিখেছেন, ‘গানের দৈর্ঘ্য ১৭ মিনিট ৩০ সেকেন্ড। পুতুলগান যারা শোনেন বা শুনেছেন আগে, তারা এই দৈর্ঘ্য শুনে চমকাবার কথা নয়। এটাই পুতুলগান, যেখানে একটা গল্প বলি। যে গল্পটা হঠাৎ শুরু হয়ে হঠাৎ শেষ হয়ে যায় না। ধীরে স্থীরে জিরিয়ে জিরিয়ে গল্পের বিস্তার ঘটে। গানের কথা, সুর, কম্পোজিশন আমার। প্রডিউসার যথারীতি সৈয়দ রেজা আলী। তার প্রতি কৃতজ্ঞতা গানটাকে চমৎকারভাবে হয়ে উঠতে পাশে থাকার জন্য। দুজন সৃষ্টিশীল বাবা মা তাদের সৃষ্টি ছাড়া সন্তানকে আর কী-ই বা দিতে পারে? সৃষ্টি উপহার দেয়াই শ্রেয় মনে করি, যেখানে গীতলীনা বড় হয়ে একদিন উদযাপন করবে এটা’

পুতুল এখন গানের পাশাপাশি অনলাইনভিত্তিক একটি আড্ডা অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত, যার নাম ‘পুতুলঘরে আত্মকথন’। এ অনুষ্ঠানে তিনি মূলত শোবিজ তারকাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি, টানাপোড়েন, আনন্দ ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন।

‘পুতুলঘরে আত্মকথন’ অনুষ্ঠানে মারিয়া নূর ও পুতুল

এ সম্পর্কিত আরও খবর