যারা ভিউকে ছোট করে দেখেন, তারা ব্যবসাটা বুঝতে পারছেন না: তৌসিফ মাহবুব

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-27 18:21:53

এক যুগ ক্যারিয়ারে তিল তিল করে নিজেকে গড়েছেন ছোটপর্দার ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব। প্রতি নিয়ত নিজেকে মেলে ধরছেন নতুন নতুন চরিত্রে।
সম্প্রতি তাসনিয়া ফারিণের সঙ্গে ‘চক্র’ নামের একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তৌসিফের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়ের অনেক পরে সিরিজটি মুক্তি পেল। তবু দর্শক কোনো ভুলত্রুটি ধরেনি বা ধরতে পারেনি, এটা ভালো ব্যাপার। আর যত সাড়া পাচ্ছি, এতটা আশাও করিনি। ইনফ্যাক্ট আমি বেশ চিন্তায় ছিলাম, কেমন অভিনয় করেছি সেটা নিয়ে। কিন্তু দর্শকের দারুণ সাড়া পেয়ে নিশ্চিত হলাম, আমরা খারাপ করিনি। প্রযোজক দ্বিতীয় সিজন বানাতে বলেছেন। এটা আমাদের টিমের জন্য অনেক বড় খবর। মজার ব্যাপার হলো, এ পর্যন্ত দেশে অনেক সিরিজ হয়েছে। কিন্তু দ্বিতীয় সিজনে গেছে শুধু ‘মহানগর’। এবার আমাদের ‘চক্র’ দ্বিতীয় সিজনে যাচ্ছে।’

তৌসিফ মাহবুব / ছবি: ইনস্টাগ্রাম

তৌসিফের নাটকগুলোদে ভিউ হয় প্রচুর। রিলিজের দিক দিয়ে শেষ ১০টি নাটক ১০ কোটি ভিউ পেরিয়েছে। নাটকের ভিউ আসলে কিসের ওপর নির্ভর করে? জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘মজাদার, আকর্ষণীয় থাম্বনেইল দিয়ে কিছু নাটক মুক্তি দেওয়া হয়, যেগুলো দেখার জন্য দর্শক ক্লিক করে; কিন্তু একটু দেখেই বের হয়ে যায়। ক্লিক করার কারণে ভিউ যুক্ত হয়ে যায়। এ রকম অনেক নাটক আছে, যেটার ভিউ হয়তো ২০-৩০ মিলিয়ন; কিন্তু অধিকাংশ দর্শক সেটা পুরোটা দেখেনি। আমার নাটক ৫০০ মানুষ দেখলেও সেটা পুরোটা শেষ করে। সে জায়গায় এত ভিউ পাচ্ছি। এটাকে আমি হেলদি ভিউ হিসেবে দেখি। আমার নাটকে ১৫ মিলিয়ন ভিউ হলে অন্তত ১০ মিলিয়ন দর্শক পুরো নাটকটি দেখেছে। সে পরিসংখ্যান আমাদের কাছে আছে। কারণ এখন ডিজিটাল যুগ। কত মানুষ দেখেছে, অ্যাভারেজ ওয়াচটাইম কত, সবই দেখা যায়।’

তৌসিফ মাহবুব / ছবি: ইনস্টাগ্রাম

তৌসিফ আরও বলেন, ‘সিনেমার ক্ষেত্রে কত মানুষ টিকিট কেটে দেখেছে, সেটার ওপর নির্ভর করে ছবির সফলতা। নাটকের ক্ষেত্রেও বিষয়টা একই। যার নাটকের ভিউ বেশি, সেখান থেকে বেশি টাকা উঠে আসে, প্রযোজকও পরবর্তী কাজে বাজেট বাড়িয়ে দেন। আমি অভিনয়শিল্পী হিসেবে বড় ক্যানভাসের নাটক করতে চাই। সেটার জন্য তো ভিউ প্রয়োজন। আমি নিজেও বলছি, ভিউ সব কিছু না। তবে ভালো কনটেন্ট যখন ভিউ পাবে, সেটা কমপ্লিটলি আলাদা। ‘পুনর্জন্ম’ নাটকটি যখন ১০ মিলিয়ন ভিউ হয়েছিল, একসঙ্গে লক্ষাধিক মানুষ দেখছিল, সেটা নিশ্চয়ই দারুণ ব্যাপার ছিল। ভালো কাজের ভিউ হলে দর্শকের সামগ্রিক রুচির উন্নতি ঘটবে। আমিও চাই, আমার কোনো কাজ একসঙ্গে দেড়-দুই লাখ মানুষ দেখবে। যারা ভিউকে ছোট করে দেখেন, তারা হয়তো ব্যবসাটা বুঝতে পারছেন না।’

তৌসিফ মাহবুব / ছবি: ইনস্টাগ্রাম

নাটকের পর এখন ওটিটিতে কাজ করছেন তৌসিফ। সিনেমায় কবে দেখা যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত এ পর্যন্তই এনাফ আমার জন্য। এত দিন দর্শকের প্রশ্ন ছিল ওটিটি নিয়ে। এখন এলাম, কয়েক বছর নাটক-ওটিটি নিয়ে থাকি। যেহেতু ওটিটিতে দর্শক আমাকে টাকা দিয়ে দেখেছে, একটা চাহিদা তৈরি হয়েছে। অবশ্যই পরবর্তী জায়গাটা চলচ্চিত্র। তবে ওটিটিতে আরো কিছু কাজ আসুক, দর্শক কেমন দেখে, সেটার ওপর নির্ভর করবে।’

এ সম্পর্কিত আরও খবর