একই দিনে বাংলাদেশেও ‘ভুল ভুলাইয়া ৩’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার পোস্টার

‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার পোস্টার

রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকেই ধরে নিয়েছিলেন ভারত থেকে সিনেমা আমদানির পথ বুঝি বন্ধ হয়ে গেল। একদমই না। বরং মাঝে খানিক বিরতি শেষে ১ নভেম্বর থেকে এই উদ্যোগ জারি থাকছে।

জানা গেছে, এবার একই দিনে (১ নভেম্বর) বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বলিউডের সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। ভৌতিক ও কমেডি ধাঁচের এ ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দিচ্ছে অভি কথাচিত্র।

বিজ্ঞাপন

ঢাকার এই সিনেমা পরিবেশক প্রধান জাহিদ হাসান অভি বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে ‘ভুল ভুলাইয়া ৩’ বাংলাদেশে আমদানি করছেন তিনি।

‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার পোস্টার

পরিবেশকের ভাষ্যে, ‘অনেকে ভেবেছিলেন সরকার পরিবর্তন হওয়ায় ভারতীয় ছবি আসা বন্ধ হবে। কিন্তু এটা আসলে পণ্য। ভারত বাংলাদেশ অন্যান্য পণ্য যেমন নিয়ম মেনে আমদানি রফতানি হচ্ছে, সিনেমাও তেমন! ঈদ ছাড়া আমাদের বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না, হলগুলো চালু রাখতে ভারতীয় ছবি আনতে হচ্ছে।’

বিজ্ঞাপন

বলিউডের ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক প্রমুখ।

প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত-অভিনীত ছবি ‘রাত জাগা ফুল’। যাতে আরও অভিনয় করেছেন ঐশী, তানভীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

 ‘রাত জাগা ফুল’ সিনেমার পোস্টার

শুধু ‘ভুল ভুলাইয়া ৩’ নয়, বলিউডের ব্যবসাসফল ছবি ‘স্ত্রী ২’ও বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে অচিরেই। এছাড়া বহুল প্রতিক্ষীত ‘পুষ্পা ২’ আসছে ডিসেম্বরে মুক্তি পাবে।