বলিউড বাদশাহ শাহরুখ খানের গুণের শেষ নেই। তবে তারকা হওয়ার আগেই ধূমপানের নেশা তাকে পেয়ে বসে। এই বদঅভ্যাস তিনি সর্বশেষ ৩০ বছর ধরে ছাড়ার চেষ্টা করছিলেন।
কিন্তু কিছুতেই তিনি সেটি পারেননি। বরং চেইন স্মোকার হিসেবে পরিচিতি রয়েছে শাহরুখের। ২০১১ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি দিনে প্রায় ১০০টি সিগারেট পান করি। আর খাবার খেতে ভুলে যাই। আমি পানি পান করি না। দিনে প্রায় ৩০ কাপ ব্ল্যাক কফি পান করি। আর হ্যাঁ, আমার কিন্তু সিক্স প্যাক আছে। এছাড়াও মজা করে তিনি বলেছিলেন, আমি নিজের যত কম খেয়াল রাখি, ততই খেয়াল রাখা হয় আমার।অবশেষে জীবন থেকে ধূমপানকে বিদায় দিতে সফল হয়েছেন এই মেগা স্টার।
গত ২ নভেম্বর ৫৯ বছরে পা রাখলেন কিং খান। এ উপলক্ষে ভক্ত-শুভাকাক্সক্ষীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে খোলামেলা আড্ডায় মেতে উঠেন। কেক কেটে উদযাপনও করেন। একইসঙ্গে নিজের ব্যক্তিগত অভ্যাস নিয়েও চাঞ্চল্যকর কথা বলেন এ অভিনেতা। জানান, ধূমপান ছেড়ে দিয়েছেন তিনি। যা শুনে হতবাক সবাই।
তবে শাহরুখ এও বলেন, ‘আমি কখনোই তাদের আইডল হতে পারবো না যারা স্মোমিং করেন না কিংবা স্মোমিং ছাড়তে চেষ্টা করছেন। কারণ, আমারই ৩০ বছর লেগেছে। তবে এটা বলতে চাই যে, স্মোকিং আমাদের শরীরের জন্য খুব খারাপ। আপনারা যদি স্মোকিং করে থাকেন তাহলে যত দ্রুত পারেন ছেড়ে দিন। জীবনের যে কোন প্রান্তে এসে আপনি সেটি করতে পারেন।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শাহরুখ খান মঞ্চে দাঁড়িয়ে কথা প্রসঙ্গে বলেন, একটি ভালো খবর আছে। আমি আর ধূমপান করছি না। তার এ কথা শোনার পর অবাক হন উপস্থাপক। আর সঙ্গে সঙ্গে কড়তালিতে ভরে যায় অডিটোরিয়াম।
দীর্ঘদিনের এই অভ্যাস বাদ দেয়ার পর এখন কেমন অনুভব হচ্ছে, সেটিও জানিয়েছেন এ অভিনেতা। জানান, তিনি আশা করেছিলেন হাঁপিয়ে উঠার সমস্যা কমবে। তবে এখনো ধূমপানের প্রভাব বুঝতে পারেন।
এ সময় মঞ্চের সামনে থাকা অনুরাগীদের উদ্দেশে বলেন, আমি ভেবেছিলাম যে আগের মতো শ্বাসের সমস্যা হবে না। কিন্তু এখনো সেই প্রভাব বুঝতে পারি। অর্থাৎ, ধূমপান ছাড়লেও এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেননি। আর এটাও ঠিক হয়ে যাবে বিশ্বাস রেখে বলেন, ইনশাআল্লাহ সেটাও ঠিক হয়ে যাবে।
এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান স্বীকার করেছিলেন যে, তার সিগারেটের পাশাপাশি ক্যাফেইন গ্রহণের অভ্যাস রয়েছে।