খালেদা বোকা না, বোকা ছিলাম আমরা: ন্যান্সি

, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-11-11 16:07:43

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এখন স্বাধীনতার স্বাদ উপভোগ করছেন। তাইতো শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে আজ পর্যন্ত তার ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল ছবির জায়গায় লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে স্বাধীন শব্দটি শোভা পাচ্ছে। তার দাবি, বিএনপি সমর্থক হওয়ায় বিগত আওয়ামী সরকার তার পেশাগত জীবনে নানা ধরনের বাধা সৃষ্টি করেছে।’

তবে এখন দেশের রাজনৈতি পট পরিবর্তন হয়েছে। তাইতো ন্যান্সি এরইমধ্যে একাধিক নতুন গান রেকর্ড ও স্টেজ শোতে পারফর্ম করেছেন। সমসাময়িক শিল্পী কনার গাওয়া তুমুল জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ গেয়েও স্টেজ শো মাতিয়েছেন তিনি! হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড মেম্বারও।

আজ ন্যান্সি তার ফেসবুক পেজে একটি সংগৃহীত পোস্টের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন েবেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি: ফেসবুক

‘রাজনীতি কীভাবে করতে হয়, এই মানুষটা সেইটা আমাদের সামনে দেখাইয়া যায়।

একবার না, বারবার!!

হাসিনা ওর সব মামলা একেবারে উইথড্র করছিলো কোর্ট থেকে। আর খালেদা জিয়া বললেন, উনি কোন ধরণের মার্সি চান না। কেস চলবে, শুনানি হবে, জাজমেন্ট আসবে।

মামলার রায়ের আগে খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন। আওয়ামীলীগ বলতে শুরু করলো, খালেদা জিয়া আর ফিরবেন না।

হাসিনাও খোঁচা মারা শুরু করলো।

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি: ফেসবুক

অথচ খালেদা জিয়া ফিরলেন। প্রবাসের নিরাপদ জীবন ছেড়ে ঢুকলেন পরিত্যক্ত নির্জন কারাগারে।নেতা কর্মী আর দেশের মানুষ ছেড়ে তিনি কোথাও যাননি। অথচ তখন বিএনপি অবস্থা যা তা। খালেদা খুব ভালো করেই জানতেন, একবার ঢুকলে তার বের হওয়া অনিশ্চিত।

তবুও ঢুকলেন।

তখন মনে হয়েছিল, এই মহিলা এতো বোকা কেন? চলে গেলে কী হতো?

হাসিনা ৫ আগস্ট বাপের পথ ধরে সবাইকে ফেলে পালিয়ে গেলেন। বুঝলাম, খালেদা বোকা না। বোকা ছিলাম আমরা।

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি: ফেসবুক

৫ আগস্ট খালেদা হাসিনার সাথে ফাইনাল ম্যাচটা জিতে গেলেন।

এই দেশ হাসিনাকে মনে রাখবে একজন পলাতক অত্যাচারী স্বৈরাচার হিসেবে। আর খালেদা জিয়াকে মনে রাখবে একজন আপোষহীন গনতন্ত্রের নেত্রী হিসেবে। যিনি দেশের মাটিতেই থাকতে চেয়েছিলেন, এমনকি সেটা যদি জেলখানা হয়, তবুও।

আমাদের এবারের জুলাই বিপ্লবের একটা স্লোগান ছিলো, মাদারল্যান্ড অর ডেথ। মাতৃভূমি অথবা মৃত্যু।

কসম খোদার, আমরা সাক্ষী খালেদা জিয়া ছিলেন এই মাতৃভূমি অথবা মৃত্যুর পক্ষের মানুষ। তিনি হাসিনার ভয়ঙ্কর নির্যাতন আর ধেয়ে আসা মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, কোন কিছুর বিনিময়েই মাতৃভূমি তিনি ছাড়তে রাজি ছিলেন না।'

নাজমুন মুনিরা ন্যান্সি । ছবি: ফেসবুক

মূল পোস্ট সাদিকুর রহমান খানের।

এ সম্পর্কিত আরও খবর