তরুণ নির্মাতা জীবন শাহাদাৎ বরাবরই তার ছবিতে নস্টালজিয়ার কথা বলে থাকেন। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘ছাদ বাগান’ ও ‘নেমপ্লেট’। দুটি ছবিতেই মানুষের থাকার জায়গা যে বাসাবাড়ি, সেটির ওপর ভিন্ন ভিন্ন আবেগ তুলে ধরেছিলেন। যা শুধু দর্শক নয়, সমালোচকদেরও মন কেড়েছে। ফলে ছবি দুটি অর্জন করেছে দেশ-বিদেশের একাধিক সম্মান।
জীবন শাহাদাৎ তার নতুন চলচ্চিত্রেও প্রায় একই প্লট বেছে নিয়েছেন। তবে এবারের ছোট ছবিটির গল্প দেখলে মনে হবে এটি যেন আমার বা আপনার গল্প। এই ব্যস্ত শহরে বা যে কোন শহরে ভাড়া বাসায় থাকতে থাকতে সেই বাসাটা কখন যে আপন হয়ে ওঠে, কখন যে বাসাটির আশেপাশের মানুষও আপন মনে হতে শুরু করে তা টের পাওয়া যায় সেই বাসা ছেড়ে দেওয়ার সময়। সেই গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। আর তাতে বিশেষ ভূমিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের স্বনামধণ্য অভিনেতা সুদীপ মুখার্জি।
‘সম্পর্ক’ ছবিটি নিয়ে নির্মাতা জীবন শাহাদাৎ জানান, অকালপ্রয়াত কবি, অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদের কবিতা ‘পুরনো বাসা ছেড়ে দেবার সময়’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছি। তিনি আরও বলেন, ‘এটি আমাদের জীবনের চলমান গল্প বলা যায়। জীবন-জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন বাস করা ভাড়া বাসা ছেড়ে যাওয়ার সময়ের মনের অবস্থা তুলে ধরা হয়েছে এখানে। শুধুমাত্র ওই বাসা ছেড়ে যাওয়ার কষ্ট নয়, ওই বাসাকেন্দ্রিক অনেকের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক এমনকি গলির কুকুরদের সঙ্গেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মায়া ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।’
শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় জীবন শাহাদাতের সঙ্গে অভিনয় করেন তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ ও সাইফুল টিটু। চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।