শোবিজ ইন্ডাস্ট্রির অন্দরে নারীদের শ্লীলতাহানির বিষয় নতুন কিছু না। ইতোমধ্যে বলিউডে নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যে কারণে টালিউডেও ‘নারী সুরক্ষা কমিটি’ তৈরির দাবি উঠেছে একাধিকবার।
এর আগে শ্লীলতাহানির অভিযোগে বেশ কয়েকজন তারকা-নির্মতাকে বহিষ্কার করেছে ভারতীয় ডিরেক্টরস গিল্ড। বিভিন্ন সময়ে নায়িকারা শোবিজাঙ্গনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। এবার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন কলকাতার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে হৃতিক রোশনের চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। গায়িকা বলেন, রাজেশ রোশনের বাড়িতে গিয়েছিলাম কথা বলতে। আমি একটা স্কার্ট পরেছিলাম। উনি বললেন আমার একটা গান শোনাতে। ইউটিউবে গান খুঁজছি আমি। আর তখনই উনি আমার পাশে এসে বসেন। কিছু বোঝার আগেই স্কার্টের ভেতরে হাতটা ঢুকিয়ে দেন। সেদিন খুব খারাপ লেগেছিল।
প্রসঙ্গত, ‘বসন্ত এসে গেছে’ গান দিয়ে শ্রোতা-দর্শকদের নজর কেড়েছিলেন তিনি লগ্নজিতা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। আধুনিক বাংলা গান থেকে, সিনেমার গান, রবীন্দ্র সঙ্গীত সব জায়গাতেই বরাবরই দারুণভাবে পারফর্ম করেন তিনি।