বিয়ে যেহেতু করতেই হবে, তাই আর বেশি দেরী করিনি: শশী

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-20 12:40:20

জহির রায়হানের ‘হাজার বছর ধরে’র টুনির কথা পড়ে বড় হয়েছেন একটি প্রজন্ম। আর সেই চরিত্রেই রূপালী পর্দায় হাজির হয়ে দর্শকের নজর কেড়েছিলেন শারমিন জোহা শশী।

সেটি ছিলো অভিনয় ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকের কাজ। দুই দশক ধরে নিয়মিত অভিনয় করছেন এই তারকা।

ক্যারিয়ারের ২০ বছর পার করে শশী বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে ভক্তরা আমায় চেনেন, ভালোবাসেন, এটাই আমার অন্যতম পাওয়া। তবে এই পথ কখনও মসৃণ ছিল, কখনও কঠিন। তারপরও সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি। শুরুর দিনগুলোর মতো এখনও ভালো কিছুর প্রতীক্ষায় আছি। নিজের মতো করে ভালো আছি। ক্যারিয়ারে অনেক সময় হয়তো সিদ্ধান্ত নিতে ভুল করেছি। কিন্তু এসব নিয়ে এখন আর ভাবি না।’

স্বামী অভির সঙ্গে শশী

তার সমসাময়িক অনেকেই অনেক আগে বিয়ে শাদী করে সংসারী হয়েছেন। কেউ কেউ শোবিজ অঙ্গন ছেড়েও দিয়েছেন। কিন্তু শশী ছিলেন কাজ নিয়ে।

অবশেষে চলতি সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তার বরের নাম খালিদ হোসাইন অভি। নতুন জীবন নিয়ে শশী বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন; যাতে আগামীর দিনগুলো ভালোভাবে কাটাতে পারি।’

জীবনসঙ্গীকে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘প্রায় দেড় বছর আগে একটি কোরিয়ান নাটকের বাংলা ডাবিংয়ের সূত্রে আমাদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন অভি। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।’

এমন ছিমছাম সাজেই বিয়ে করেছেন শশী

তিনি আরও বলেন, ‘অভি আগে বিয়ের প্রস্তাব দেয়। এদিকে সেই সময় আমার পরিবার থেকেও বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছেন। এক সময় দু’জনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ভাবতে থাকি। আমাদের কাছে মনে হয়, বিয়ের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। দুই পরিবারের কথা হলো। আর আমরাও নিজেদের মধ্যে কথা বলে, একসময় সিদ্ধান্ত নিই বিয়ে যেহেতু করতেই হবে, তাই আর বেশি দেরী করিনি। কারণ, আমাদের একের অন্যের কাছে নিজেদের যোগ্য মনে হয়েছে। দু’জনই এমন জীবনসঙ্গী খুঁজছিলাম। পাওয়ার পর অবশেষে বিয়ে করে ফেললাম।’

অভি অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। আগে একটি ডাবিং কোম্পানিতে কাজ করতেন। এখন নিজেই একটি ডাবিং কোম্পানি চালু করছেন। পাশাপাশি তিনি নিজেও অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন। ডাবিং ডিরেকশন নিয়েই তার আগামীর পরিকল্পনা।

স্বামী অভির সঙ্গে শশী

শশী তার অভিনয় ব্যস্ততা নিয়ে বলেন, ‘আমি নিয়মিত নাটকে কাজ করছি। কিন্তু সংখ্যায় কম। যখন একের পর এক চিত্রনাট্য পেয়েছি, তখনও কম করতাম, এখনও ত-ই করি। সত্যি বলতে, কাজ ছাড়া কারও সঙ্গে বাড়তি কথা হয় না। আমার গণসংযোগ একটু দুর্বল।

এ সম্পর্কিত আরও খবর