সাবেকি বউয়ের সাজে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া

, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-12-20 15:49:29

জয়া আহসানের ফ্যান পেজের নতুন ছবিগুলো যেন রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে এই শীতকালে। ছবিগুলো তার ভক্ত অনুসারীরা ভীষণ পছন্দ করেছে। মাত্র এক ঘণ্টায় ১১ হাজার রিঅ্যাক্ট পড়ে এই পোস্টে। বয়ে যায় কমেন্টর বন্যা!

জয়া আহসান । ছবি: ফেসবুক

দুই বাংলার প্রিয় এই অভিনেত্রী বউ সেজেছেন, তবে আর সবার চেয়ে একেবারে ভিন্ন কায়দায়।

জয়া আহসান । ছবি: ফেসবুক

তিনি নিয়েছেন সাবেকী আমলের সাজ। পরে পুরো প্রেজেন্টেশনে রয়েছে আবার আধুনিকতার মিশেল।

জয়া আহসান । ছবি: ফেসবুক

জয়া তার ছবির ক্যাপশনেও সে কথাই লিখেছেন। জয়ার ভাষ্য, তার এই নতুন ফটোশুটের আইডিয়া নেয়া হয়েছে ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি ভার্মার আইকনিক পেইন্টিং থেকে।

জয়া আহসান । ছবি: ফেসবুক

ফটোশুটের নেপথ্যে রয়েছে কলকাতাভিত্তিক ফটোগ্রাফার, রূপসজ্জাকর, ফ্যাশন ডিজাইনার ও স্টাইল ডিরেক্টর। গয়না থেকে শাড়ি সবটায় সেখানবার বিভিন্ন ব্র্যান্ডের।

জয়া আহসান । ছবি: ফেসবুক

জয়াকে দেখা যাচ্ছে একটি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়িতে। তার ওপর সোনালী জরি সুতার সাবেকী ডিজাইন।

জয়া আহসান । ছবি: ফেসবুক

হলুদ রঙের ব্লাউজে লক্ষ্নৌ ঘরানার ডিজাইন। গোল্ড প্লেটেড গয়নার সঙ্গে পার্লের মিশেল।

জয়া আহসান । ছবি: ফেসবুক

জয়া শুধু গলা আর কানেই গয়না পরেননি। সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকি হাত পায়েও গয়না পরেছেন।

জয়া আহসান । ছবি: ফেসবুক

শাড়ি পরার স্টাইল, মেকাপ, ব্র্যাকগ্রাউন্ড হিসেবে আরও বাহারি কিছু শাড়ির ব্যবহার সব মিলিয়ে ছবিগুলো হয়ে উঠেছে মোহনীয়।

এ সম্পর্কিত আরও খবর