সানি লিওনের নামে সরকারি প্রকল্পের টাকা নিয়ে শোরগোল!

বলিউড, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-23 15:56:54

কলকাতা যেমন সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করেছেন মমতা ব্যানার্জি, তেমনি ভারতের ছত্তিশগড়ে বিজেপি সরকারও রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে। এই প্রকল্পের উপভোক্তাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ছত্তিশগড়ের তালুর জেলাতেই ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। 

এই প্রকল্প থেকেই নাকি বলিউডের প্রখ্যাত তারকা সানি লিওন মাসে মাসে টাকা তুলতেন! এমন তথ্য ফাঁস হতেই শুরু হয়েছে শোরগোল। তবে এর সঙ্গে সানি লিওনির কোন যোগসূত্র নেই! সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকত ১০০০ টাকা। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনও টাকা পাঠানো হচ্ছে না। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গ্রেপ্তার হননি বীরেন্দ্র।

সানি লিওন । ছবি: ফেসবুক

অভিযোগ, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এই বিষয়ে জানতে পারে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে সবার। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ় করে দেওয়া হয়েছে। কী ভাবে ওই ব্যক্তি নিজের স্ত্রীর নাম 'সানি লিওনে' দিয়ে সরকারি প্রকল্পের টাকা তুললেন, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

সানি লিওন । ছবি: ফেসবুক

এই ঘটনায় শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজের অভিযোগ, ‘মাহতারি বন্দনা যোজনা-র আওতায় থাকা ৫০ শতাংশ উপভোক্তাই ভুয়ো।’ পাল্টা সরব হয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীও। বিজেপি নেতা অরুণ সাও পাল্টা বলেন, ‘কংগ্রেস মহিলাদের মাসিক অর্থ দিতে পারেনি ক্ষমতায় থাকাকালীন। বিজেপি মহিলাদের হাতে অর্থ তুলে দিচ্ছেন। আর তা সহ্য করতে পারছে না কংগ্রেস।’

সানি লিওন । ছবি: ফেসবুক

এ সম্পর্কিত আরও খবর