কয়েক মাস ধরে বেশির ভাগ সময়ই বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষে ছিল হিন্দি বা ইংরেজি গান। ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’ ট্রেন্ডিংয়ে রাজত্ব করেছে দীর্ঘদিন। সেখান থেকে ধীরে ধীরে ট্রেন্ডিং লিস্ট বাংলা গানের দখলে ফিরে আসে। ট্রেন্ডিংয়ে ২ নম্বরে উঠে আসে ‘কথা একটাই’ শিরোনামের গানটি।
গত ১০ ডিসেম্বও জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় গানটি। রবিউল ইসলাম জীবনের কথা, ইমরান মাহমুদুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। গানের ভিডিও চিত্রেও দেখা গেছে ইমরান ও পড়শীকে।
বেশ লম্বা বিরতি পর একসঙ্গে গান করেছেন ইমরান ও পড়শী। তাই গানটি নিয়ে দুই শিল্পীর ভক্তদের আগ্রহ বেশি থাকাটাই স্বাভাবিক। কারণ, এই জুটি এর আগে বেশকিছু সুপারহিট গান উপহার দিয়েছেন। বিরতির পর মুক্তি পাওয়া সেই গান নিয়ে পড়শী লিখেছেন, ‘‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, ‘কথা একটাই’ গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’’
গানের কথা, সুর ও গায়কীর পাশাপাশি এর ভিডিওচিত্রও বেশ পছন্দ করেছে শিল্পীদের ভক্ত-অনুসারীরা। মন্তব্যের ঘরে তারা লিখেছেন, ‘শেষের অংশটা হৃদয় ছুঁয়ে দিল’, ‘সম্পূর্ণ ভিডিও অনেক সিনেম্যাটিক ছিল’, ‘ইমারান–পড়শীর জুটি নিয়ে যা বলব, তা-ই কম হবে’, ‘গানের কথাও ভালো ছিল। এককথায় অসাধারণ একটি কাজ।’