আরেক নায়িকার প্রেমে নুসরাতের সাবেক স্বামী!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নুসরাত জাহান ও সৌরসীনির সঙ্গে নিখিল জৈন

নুসরাত জাহান ও সৌরসীনির সঙ্গে নিখিল জৈন

কয়েক মাস ধরেই টলিউডের বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছিল। কলকাতার একাধিক গণমাধ্যমের দাবি, বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও যেত তাদের। খেলার মাঠ থেকে শুরু করে টলিউড পার্টি- প্রায় সবসময়েই তারা পাশাপাশি। আর ২৫তম জন্মদিনে যেন প্রেমটা প্রকাশ্য হলো। কথা হচ্ছে টলিউডের নতুন ক্র্যাশ সৌরসিনী আর একই ইন্ডাস্ট্রির নামকরা চিত্রনায়িকা নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈনকে নিয়ে!

বছরের প্রথম দিনটািই ছিলো সৌরসিনীর জন্মদিন। সেইদিনই সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন তিনি। আর তার থেকেও বেশি যেটা নজর কেড়েছে, তা হল সৌরসেনীর ইনস্টাগ্রাম স্ট্যাটাস। সেখানেই দেখা মিলেছে তার কথিত 'প্রেমিক'-এর।

বিজ্ঞাপন

বর্ষবরণ বা জন্মদিনের রাতে যুগলে একটি পার্টিতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই একটি আদুরে ছবি ভাগ করে নিয়েছেন সৌরসেনী। নিখিলের গলা জড়িয়ে ধরেছেন তিনি। অভিনেত্রীর তন্বী কোমরে হাত রেখেছেন নিখিল। পরস্পরের চোখে চোখ, মুখে হাসি। ছবির সঙ্গে সৌরসেনী লিখেছেন, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল’।

নিউ ইয়ার পার্টিতে নিখিল-সৌরসীনির রোমান্টিক মুহূর্ত

নিখিল জৈন প্রখ্যাত শাড়ি ব্যবসায়ী। তেবে ২০১৯ সালে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহানের সঙ্গে প্রেমের খবর নিয়ে তিনি দারুণ আলোচনায় আসেন। তুরস্কে মহা সমারোহে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। তাদের প্রেম ও বিয়ে সেই সময়ে ছিল স্বপ্নের মতোই সুন্দর।

বিজ্ঞাপন

বছর না ঘুরতে ঘুরতেই সেই বিয়েতে সমস্যা শুরু হয়। স্বপ্নের মতো সুন্দর সেই বিয়ের আয়ু বেশিদিন ছিল না। নুসরাত ঘর বেঁধেছেন চিত্রনায়ক যশ দাশগুপ্তের সঙ্গে। তাদের একটি সন্তানও রয়েছে। নতুন জীবন শুরু করেছেন নিখিলও। তার সঙ্গে এর আগে নাম জড়িয়েছিল অভিনেত্রী ত্রিধার।

নুসরাত আর নিখিলের বিয়েটা শেষ পর্যন্ত আর টেকেনি

এদিকে, নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি সৌরসেনী বা নিখিল।