‘দাবাং থ্রি’র মধ্য দিয়ে তৃতীয়বারের মত চুলবুল পাণ্ডে হয়ে রূপালি পর্দায় ধরা দিতে যাচ্ছেন সালমান খান। গত এপ্রিলে শুরু হয়েছে ছবিটির শুটিং। এরপর পল্টন ও মহারাষ্ট্রে ৭৫ দিন শুটিং করে বর্তমানে ভারতের জয়পুরে চলছে এর শেষ ভাগের দৃশ্যায়ন।
আরও পড়ুন: চুলবুল পাণ্ডের জন্য সালমান প্রথম পছন্দ ছিলেন না!
বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে জয়পুরে ‘দাবাং থ্রি’র শুটিং শুরু করেছেন সালমান খান। সেই সঙ্গে রয়েছেন ছবির অন্যান্য কলাকুশলীরাও। শুটিং চলবে টানা ৮ দিন।
জানা গেছে- জয়পুরের আগ্রা রোডের একটি গ্রামে ধারন করা হচ্ছে ‘দাবাং থ্রি’র দৃশ্য।
আরও পড়ুন: এপ্রিলে শুরু ‘দাবাং থ্রি’র শুটিং
প্রভুদেবা পরিচালিত ও আরবাজ খান প্রযোজিত ‘দাবাং থ্রি’তে আগের দুই কিস্তির মতো এবারও রাজ্জো চরিত্রে পাওয়া যাবে সোনাক্ষী সিনহাকে।
‘দাবাং থ্রি’র শুটিং শেষ করে সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাল্লাহ’র কাজ হাতে নেবেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে পাওয়া যাবে আলিয়া ভাটকে।
আরও পড়ুন: রাজ্জো ইজ ব্যাক!