মার্শাল আর্ট ও জুডো শিখতে সার্বিয়ায় শ্রদ্ধা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:41:57

রেমো ডি’সুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার’-এর কাজ শেষ করেছেন শ্রদ্ধা কাপুর। শিগগিরই ‘বাঘি’ ছবির তৃতীয় কিস্তি ‘বাঘি থ্রি’র কাজে হাত দেবেন বলিউডের এই অভিনেত্রী। অ্যাকশন ধাঁচের ছবিটিতে নিজের চরিত্র ফুটিয়ে তোলার জন্য এরইমধ্যে সকল প্রস্তুতি শুরু করে দিয়েছেন শ্রদ্ধা।

‘বাঘি থ্রি’তে শ্রদ্ধার বিপরীতে থাকবেন টাইগার শ্রফ। আগের দুই কিস্তিতেও ছিলেন তিনি। ‘বাঘি’ ও ‘বাঘি টু’তে অভিনয়ের জন্য কালারিপায়াততু, কিক বক্সিং, মুয়াই থাই, ক্রাভ মাগা, কুং ফু প্রশিক্ষণ নিয়েছিলেন বলিউডের এই অভিনেতা। সেই সঙ্গে বন্দুক, পিস্তল ও মেশিন গান চালানোও শিখেছিলেন তিনি। তাহলে শ্রদ্ধা কেন পিছিয়ে থাকবেন?
শ্রদ্ধা কাপুর

তাইতো এবার ‘বাঘি থ্রি’র জন্য বলিউডের এই অভিনেত্রী মার্শাল আর্ট ও জুডো প্রশিক্ষণ নিচ্ছেন। এসব শিখতে সার্বিয়ায় গিয়েছেন শ্রদ্ধা। যেখানে তাকে প্রশিক্ষণ দিচ্ছেন বুলগেরিয়ান একজন শিক্ষক।

‘বাঘি থ্রি’তে বিমান বালার চরিত্রে পাওয়া যাবে শ্রদ্ধা কাপুরকে। এছাড়া টাইগার শ্রফের ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ।
শ্রদ্ধা কাপুর

মুম্বাই, দিল্লি, ও আগ্রায় হবে ‘বাঘি থ্রি’র শুটিং। এরপর সার্বিয়ায় টানা ৪০ দিন চলবে শেষভাগের দৃশ্যায়ন।

এ সম্পর্কিত আরও খবর