ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৪০ বছর ধরে সিনেমায় তার একচ্ছত্র আধিপত্য। মাঝে কিছু বছর কম বয়সী নায়কদের বেশ দাপট চললেও এখন দর্শকের রুচির পরিবর্তন ঘটেছে। তাই সেই এঘেয়ে প্রেমের গল্প, ধুমধারাক্কা একশন আর আইটেম গানে ভর্তি কমার্শিয়াল সিনেমাগুলো বেশি সুবিধঅ করে উঠতে পারছে না। তাই আর্টিস্টিক সিনেমার হাত ধরে ফর্মে ফিরে এসেছেন বুম্বাদা। তার সিনেমা মানেই ভিন্ন কিছু। সঙ্গে যদি থাকে ঋতুপর্ণা, তার মানেই সিনেমা সুপার হিট। একসঙে্গই অর্ধশত সিনেমার মাইলফলক স্পর্শ করেছেন তারা। সামনেই আসতে চলেছে জনপ্রিয় এই জুটির পঞ্চাশ তম সিনেমা অযোগ্য। ৭ জুন সিনেমা ঘরে প্রকাশ পাবে সিনেমাটি।
সিনেমা জীবনে যেমন সফল এবং গর্বিত প্রসেনজিৎ, তেমনই ব্যক্তিজীবনও তার বেশ ভালো কাটছে। সম্প্রতি ছেলের সাফল্যে আপ্লুত হয়ে পড়েন অভিনেতা। সামজিক যোগাযোগ মাধ্যম (ইন্সটাগ্রামে) ছেলে তৃষানজিতের একটি ছবি প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
ইউরোপে স্কুলজীবন শেষ করলেও উচ্চশিক্ষার জন্য মাতৃভূমিতে ফিরে আসেন তৃষাণজিৎ। তবে কলকাতা নয়, দক্ষিণ ভারতের নামী প্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করলেন। গ্রাজুযেশন সেরেমনিতে ছেলের স্নাতকের প্রশংসাপত্র পাওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ করেন অভিনেতা। তিনি লেখেন, ‘ আজ নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছে। কারণ, আমার ছেলে মিশুক স্নাতক হল। ওর জীবনের এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত। অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে আরও সাফল্য পাও।’ বুম্বাদার এই পোস্টে ইন্ডাস্ট্রির সকল সহকর্মী শুভেচ্ছা জানিয়েছেন ।
ছেলের অভিনয় জগতে আসা নিয়ে কখনো মুখ খোলেননি প্রসেনজিৎ। তবে যেহেতু এখন পড়াশোনার পাঠ চুকেছে তাই শিগগিরই হয়তো তাকে বঢ় পর্দায় দেখা যাবে- আশা করছেন নেটিজেনরা। যদিও ছোটথেকেই ফুটবলে ঝোঁক রয়েছে তৃষাণের। তবে তাকে দৈহিক গঠন এবং লুক দেখে অনেকে মনে করেন, তৃষাণজিতের উচিত বাবা-দাদার পথের অনুসারী হওয়া।
একটু আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর নতুন ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’র প্রথম পোস্টার। তাতে পূজা আর নব্বই দশকের পর্দা কাপানো চিত্রনায়ক রুবেলকে বেশ ইনটেন্স লুকে দেখা যাচ্ছে। সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফি পরিচালিত ছবিটি দেখা যাবে ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গতে।
এই সময়ে তো পূজার মন ভালো থাকার কথা। ব্যস্ত থাকার কথা নিজের নতুন কাজের পোস্টারের প্রচারণা নিয়ে। কিন্তু পূজার মন বেশ খারাপ। তিনি বরং একটি মন খারাপ করা পোস্ট দিলেন ফেসবুকে।
আজ সকাল থেকেই পূজার নাম ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সম্বোলিত একটি প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকাটি ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ (মহিলা) কমিটির, এমনটি বোঝানে হয়েছে। আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে পূজা চেরীর নাম! লেখা রয়েছে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় পূজা চেরী (অমুসলিম শাখা)।
আর এ নিয়েই বেজায় চটেছেন নায়িকা। তিনি সাফ জানিয়ে দিলেন নিজের অবস্থানের কথা। পূজা ফেসবুকে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোন রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
এরপর পূজা লেখেন, ‘এটা শুধু রিউমারের পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোন রিউমারস করা আসলে উচিত না, যেই রিউমার জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশন। আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাহিরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই। ধন্যবাদ’
বেসরকারি টিভি চ্যানেল এনটিভির কমেডি রিয়্যালিটি শো ‘হা-শ ‘ থেকে বেরিয়ে আসা পারফর্মাররা দেশে-বিদেশে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন মঞ্চে তারা পারফর্ম করা জন্য ডাক পাচ্ছেন।
বিগত ৬টি সিজনের এমন সাফল্যের ধারাবাহিকতায় আবারও শুরু হতে যাচ্ছে কমেডি রিয়্যালিটি শো ‘হা-শো সিজন ৭’। এবার এই আয়োজনের বিচারক হিসেবে আছেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা তুষার খান ও জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে আছেন জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি।
আগামী ১২ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি এনটিভিতে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
ইতোমধ্যে অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে দেশের ৭টি প্রধান বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হয়। পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগ থেকে মোট ৪৫ জন প্রতিযোগিকে বাছাই করা হয়। তাদের নিয়েই সাজনো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মের তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আবারও ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান। ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। তাতে অভিনয় করবেন এই জনপ্রিয় গায়ক ও কম্পোজার। এই ফিল্মে প্রীতমের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে।
‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের চমক এখানেই শেষ নয়। জুলাই আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারসা মাহজাবীনও আছেন এতে। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম।
চরকির ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় আজ বিকেলে। এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীন ও নির্মাতা জাহিদ প্রীতম।
তানজিন তিশা বলেন, ‘ঘুমপরীর গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে কাজ না করলে আমার বোকামি হবে বলে মনে হয়েছে। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’
প্রীতম হাসান জানান, ‘‘খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ‘ঘুমপরী’ দর্শকদের আরও ভালো লাগবে।’’
যাদেরকে এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন পারসা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বিসত তিনি। বলেন, ’এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যাদের পছন্দ করি, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’ নির্মাতা জাহিদ প্রীতম জানান, ‘ঘুমপরী’ গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। অচিরেই এর শুটিং শুরু হবে।
মেক্সিকোর মাদকসম্রাট এমিলিয়া পেরেজ, যিনি পরে নারীতে রূপান্তরিত হন। এমন গল্প নিয়ে স্বর্ণপামজয়ী ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের নতুন মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। চলতি বছর কান উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন এ সিনেমার চার অভিনেত্রী। তাদেরই একজন বিশ্ববিখ্যাত পপ গায়িকা সেলেনা গোমেজ।
কানের পর এবার এবার ৮২তম গোল্ডেন গ্লোবেও চমক দেখাতে আসছেন সেলেনা ও তার ছবিটি। কেননা, এবার গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছে সিনেমাটি। সেলেনা ‘এমিলিয়া পেরেজ’-এর জন্য সিনেমা শাখায় মনোনয়নতো পেয়েছেনই, একইসঙ্গে ড্রামা শাখাতেও মনোনয়ন রয়েছে তার। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) বিভাগে তিনি ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।
‘টাইটানিক’ সিনেমাখ্যাত কেট উইন্সলেটও পেয়েছেন সিনেমা (লি) ও লিমিটেড সিরিজ (দ্য রেজিম)- দুই শাখাতেই মনোনয়ন।
দুই মনোনয়ন পেয়েছে কানে পুরস্কারজয়ী ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। গতকাল ২৭টি বিভাগের মনোনয়ন ঘোষণা করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও অভিনেতা মরিস চেস্টনাট।
২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো অনুষ্ঠানে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এবারের আসর সঞ্চালনা করবেন এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার।
৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ মনোনয়ন তালিকা-
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪) অ্যা কমপ্লিট আননোন (সার্চলাইট পিকচার্স) কনক্লেভ (ফোকাস ফিচার্স) ডুন: পার্ট টু (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স) নিকেল বয়েজ (অ্যামাজন এমজিএম স্টুডিওস) সেপ্টেম্বর ফাইভ (প্যারামাউন্ট পিকচার্স) দ্য ব্রুটালিস্ট।