এবার অভিনয়ে নাম লেখালেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতের ১০ বছর বয়সী নাতনি শ্রীষা। সম্প্রতি আবুল হায়াতের লেখা ও নির্দেশনায় ‘টাইম ব্যাংক’ নাটকে অভিনয় করেছে সে।
জানা গেছে, শ্রীষা আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা হায়াতের মেয়ে। সে সানবিম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। এরই মধ্য নাতনির অভিনয় মুগ্ধ করেছে আবুল হায়াতকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রীষা অভিনয়ের জন্য আগে থেকেই উৎসাহী ছিল। আমার কাছ থেকে সে এই চরিত্রটি চেয়ে নিয়েছে। সে কিন্তু খুবই স্মার্টলি চরিত্রটি করেছে।
‘টাইম ব্যাংক’ নাটকটি ৮ নভেম্বর দুপুর ২টার পর চ্যানেল আইয়ে টেলিফিল্মটি প্রচারিত হবে।