ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। এই চরিত্র নিয়ে এরই মধ্যে নির্মাণ হয়েছে বেশকিছু চলচ্চিত্র। তবে এবার সেই ফেলুদাকে ওয়েব সিরিজে নিয়ে আসছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি নিজের ফেসবুক পেইজে এমন তথ্য জানিয়েছেন এই পরিচালক।
ফেলুদাকে নিয়ে নতুন এই ওয়েব সিরিজটির নাম ‘ফেলুদা ফেরত’। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই সন্দীপ রায়ের থেকে দুইটি গল্পের সত্ত্ব কিনেছেন সৃজিত। গল্প দুইটি হল, ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’।
এদিকে ভারতীয় গণমাধ্যমে এই প্রসঙ্গে সৃজিত জানিয়েছেন, আমার অনেক দিনের স্বপ্নপূরণ হতে চলেছে। আমার প্রথম ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’। ফেলুদা চরিত্রে অভিনয় করার কথা রয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে। জটায়ুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। আর তোপসে চরিত্রে চমক থাকবে। এখনো খোঁজ চলছে তার।
সবঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ‘ফেলুদা ফেরত’।