পাকিস্তানের জুনুন উন্মাদনায় পর্দা নামলো ফোক ফেস্টের পঞ্চম আসরের

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 00:31:35

স্বাগতম ঢাকা...
মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়েই দর্শকদের এভাবে স্বাগত জানলেন ফোক ফেস্টের শেষদিনের প্রধান আকর্ষণ উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানী শিল্পী জুনুন।

গান শুরু করার আগে আরও জানালেন, প্রথমবার ঢাকায় এসে ভালো লাগছে। চমৎকার মানুষ আপনারা। এখানকার মানুষ সংগীতপ্রিয়। এখানে শোনাতে পারবো বলে আরও ভালো লাগছে।

এরপর প্রথমেই গাইলেন ‘তেরি মেরি মওলা সাহে’। এরপর একে একে শোনালেন ‘সাইওনি’, ‘ও লাল মেরি পাতে রাখিও বালা ঝুলে’, ‘চারদিনা দিল মেরা নেহি লাগতা’, ‘তুহি হাই মেরা’ ছাড়াও নিজের সব জনপ্রিয় গান। ততক্ষণে জুনুন উন্মাদনায় ভাসছে সমগ্র আর্মি স্টেডিমায়। আর এই উন্মাদনার মধ্যেই রাত ১২টায় পর্দা নামলো ফোক ফেস্টের পঞ্চম আসরের।

‘জুনুন’ সুফি ঘরানার গান দিয়ে দুই যুগেরও বেশি সময় ধরে শ্রোতাদের মোহাবিষ্ট করে রেখেছে। ১৯৯৭ সালে নিজেদের চতুর্থ অ্যালবাম ‘আজাদি’ দিয়ে সারা উপমহাদেশে ঝড় তোলে জুনুন। অ্যালবামের প্রথম গান ‘সাইওনি’ পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ তিন দেশের শ্রোতাদের কাছেই তুমূল জনপ্রিয়তা পায়। সারাবিশ্বে ‘জুনুন’র ত্রিশ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে।

এর আগে উৎসবের শেষ দিনে গেয়েছেন বাংলাদেশের মালেক কাওয়াল, চন্দনা মজুমদার, রাশিয়ার কারেলিয়া অঞ্চলের জনপ্রিয় ব্যান্ড সাত্তুমা। এদিকে আজ ফোক ফেস্টের শেষ দিন হওয়ায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত দু’দিনের থেকে বেশি শ্রোতার উপস্থিত লক্ষ্য করা গেছে।

গতকাল দ্বিতীয় দিনে মঞ্চ মাতিয়ে গেছেন বাংলাদেশর কামরুজ্জামান রাব্বি, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, মালির হাবিব কইটে ও পাকিস্তানের হিনা নাসরুল্লাহর। এর আগে প্রথম দিন মঞ্চ মাতিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি।

২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এ অনুষ্ঠানের এবার ছিল পঞ্চম আসর।

 

এ সম্পর্কিত আরও খবর