সলো গান গাইতে এসে বাপ্পার সঙ্গে ডুয়েট গাইলেন রুনা লায়লা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গানের রেকর্ডিং-এ রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

গানের রেকর্ডিং-এ রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়ক ও কম্পোজার বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘বলেছ’। সৈয়দ গালিব হাসানের লেখা এই গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বাপ্পা নিজে।

গত সপ্তাহের বুধবার সন্ধ্যায় সুরকারের বাপ্পার নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গীতিকবি গালিব জানান, অনেকটা নাটকীয় ঘটনার মধ্য দিয়েই রুনা লায়লার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ হয়েছে বাপ্পার। শুরুতে ‘বলেছ’ রুনা লায়লার কণ্ঠে একক গান হিসেবে রেকর্ড করার কথা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী বাপ্পার সঙ্গে গানের কথা, সুর ও সংগীতায়োজনের কাজ শেষ করা হয়। কিন্তু শেষ মুহূর্তে রুনা লায়লা ‘বলেছ’ গানটি দ্বৈত কণ্ঠে রেকর্ড করার প্রস্তাব দেন। সেই সঙ্গে উপস্থিত সবাইকে চমকে দিয়ে গানটিতে সহশিল্পী হিসেবে বাপ্পাকে গাইতে বলেন। আর এভাবেই দুই শিল্পীর প্রথম দ্বৈত গানটির জন্ম।

বিজ্ঞাপন
রুনা লায়লা

রুনা লায়লা বলেন, ‘‘একটি গানের কথা কতটা নান্দনিক ও হৃদয়স্পর্শী করে তোলা যায়, ‘বলেছ’ গানটি তার একটি উদাহরণ। কথার পাশাপাশি গানের কম্পোজিশনও অসাধারণ। শোনার পর মনে হয়েছে, এটি একক নয়, দ্বৈত গান হিসেবে রেকর্ড করা যেতে পারে। আর বাপ্পা যেহেতু ভালো গায়, কণ্ঠে মাদকতা আছে, সে কারণেই তাকে সহশিল্পী হিসেবে গাওয়ার প্রস্তাব দেওয়া। বাপ্পা নিজেও চেষ্টা করেছে গানে তার সেরা গায়কি তুলে ধরার। তাই গান রেকর্ড করে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। গানটি শোনার পর শ্রোতাদেরও ভালো লাগবে।’’

বাপ্পা মজুমদার

রুনা লায়লার সঙ্গে প্রথমবারের মতো দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত বাপ্পা মজুমদার। তিনি বলেন, “আমি সৌভাগ্যবান, কিংবদন্তি রুনা লায়লার সঙ্গে গাইতে পেরে। তিন দশকের শিল্পীজীবনে এটি ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। একই সঙ্গে সংগীত ক্যারিয়ারে এ এক পরম প্রাপ্তি। রুনা লায়লার কণ্ঠ ও গায়কি নিয়ে কিছু বলার সাহস নেই। তার গানের সুর করতে পারাই ছিল আমার জন্য অন্য রকম আনন্দের। ‘বলেছ’ গানটি মূলত রুনা লায়লার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু গানের সুর শুনে তিনি নিজ থেকেই বলেছিলেন, ‘তুমি বরং আমার সঙ্গে গাও, গানটি ডুয়েট হোক!’ এই প্রস্তাব সংগীতজীবনের অনন্য উপহার হিসেবেই গ্রহণ করেছি।”

বিজ্ঞাপন