বিশিষ্ট শিল্পী অদিতি মহসিনের সংগীত জীবনের ২০ বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে 'অরুণ আলোর অঞ্জলি' শীর্ষক অনুষ্ঠান। শিল্পীর বর্ণাঢ্য সংগীত জীবনকে আগামী ৬ ডিসেম্বর সংগীতমুখর আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে।
ঐদিন সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে 'অরুণ আলোর অঞ্জলি' শিরোনামের সাংগীতিক আসর বসবে। গুণি শিল্পী অদিতি মহসিনের সংগীত জীবনের দুই দশক পূর্তি উপলক্ষে স্মরণীয় এই আয়োজনের মধ্য দিকে শিল্পীর গান ও সংগীত জীবনের বর্ণময়তাকে তুলে ধরা হবে।
শিল্পী অদিতি মহসিন বাংলা সংগীতে তার নিপুণ গায়কী ও অনন্য বিশিষ্টতার জন্য দেশে-বিদেশে বিশেষভাবে সমাদৃত। 'অরুণ আলোর অঞ্জলি' অনুষ্ঠান তার ২০ বছরের সংগীত জীবনের সাফল্যের প্রতি স্বীকৃতির স্মারকচিহ্ন রূপে উপস্থাপিত হবে।