লিজ মিচেলকে সঙ্গে নিয়ে ঢাকায় বনি এম.

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2024-01-12 16:16:23

সত্তরের দশকের ব্যান্ড বনি এম. গাইতে আসছে বাংলাদেশে
ব্যান্ডটির সঙ্গে থাকছেন লিড ভোকাল লিজ মিচেল


কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্স

বনি এম. মূলত ইউরো-ক্যারিবিয়ান ব্যান্ড। ১৯৭৬ সালে জার্মান রেকর্ড প্রডিউসার ফ্রাঙ্ক ফারিয়ানের হাতে প্রতিষ্ঠিত হয় ব্যান্ডটি। বনি এম. যাত্রা শুরু করে চারজনকে নিয়ে- লিজ মিচেল, মারসিয়া ব্যারেট, মেইজি উইলিয়ামস ও ববি ফ্যারেল। সত্তরের শেষ দিকে ডিসকো ধারা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যান্ডটি তাদের অনবদ্য পারফরমেন্স নিয়ে ছড়িয়ে পড়ে চতুর্দিকে।

ইউরো ডিসকো, আর অ্যান্ড বি এবং র‌্যাগে ঘরানার গান করে ববি এম.।

ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ড্যাডি কুল’, ‘মা বেকার’, ‘রাসপুটিন’, ‘ম্যারিস বয় চাইল্ড- ওহ মাই লর্ড’ এবং সবচাইতে জনপ্রিয় ‘রিভারস অব ব্যাবিলন’।

আরও পড়ুন: এক ছবিতে দুই রণবীর, সম্ভাবনা কতোটুকু?
এর আগে ২০০১ সালে বাংলাদেশে এসেছিলো ব্যান্ডটি। কিন্তু তখন লিড ভোকাল লিজ মিচেল ছিলেন না সঙ্গে। এবার থাকছেন।
‘বনি এম লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবে ববি এম., ১৩ জুলাই, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। কনসার্টটি আয়োজন করছেন ক্রেইনস। প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কাজী ফায়সাল আহমেদ জানাচ্ছেন, কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। প্রি-টিকিট বুকিং চলছে। বুকিং দেয়া যাচ্ছে ক্রেইন্স-এর অফিসিয়াল ফেসবুক পেজে।

কনসার্টের টিকিটের দাম
প্লাটিনাম- ১২ হাজার
গোল্ড- ৪ হাজার ৮শ
সিলভার- ৩ হাজার ৫শ
গ্যালারি- ২ হাজার

এ সম্পর্কিত আরও খবর