সুপারহিরো হতে চান দীপিকা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-11 01:03:25

বলিউড ইন্ডাস্ট্রির নারী সুপারস্টার দীপিকা পাড়ুকোন। এখনও পর্যন্ত দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার ছবি। তবুও ৩৩ বছর বয়সী এই তারকার একটি আক্ষেপ রয়েই গিয়েছে।

ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের নিয়ে ‘অ্যা ফ্লাইং জেট’, ‘কৃষ’ ও ‘রা ওয়ান’র মতো ছবি নির্মিত হলেও অভিনেত্রীদের কোন সুপারহিরো ধাঁচের ছবি নির্মাণ করা হয়নি। তাইতো ১২ বছরের ক্যারিয়ারে রূপালি পর্দায় বিভিন্ন রূপে ধরা দিলেও বলিউডের এই অভিনেত্রীর দীর্ঘদিনের ইচ্ছে দেশি সুপারহিরো হওয়ার। ‘অ্যাভেঞ্জার্স’র মতো ছবিতে অভিনয় করতে চান এই তারকা। 

দীপিকা পাড়ুকোন

দীপিকা যে অভিনেত্রীর পাশাপাশি একজন সফল প্রযোজকও এই কথাটি তো কারও অজানা নয়। তারই ধারাবাহিকতায় শোনা যাচ্ছে- বলিউডের এই অভিনেত্রী নাকি দেশি সুপারহিরো ছবি নির্মাণের চিন্তা করছেন। চিত্রনাট্য ঠিক হয়ে গেলে ২০২০ সালেই শুরু হতে পারে সেই ছবির কাজ। ভারতীয় ‘অ্যাভেঞ্জার্স’ দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হবে সেই দেশি সুপারহিরোর ছবিটি।

এ প্রসঙ্গে দীপিকা পাড়ুকোনের একটি ঘনিষ্ঠসূত্র জানান, “দীর্ঘদিন ধরেই সুপারওমেন চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে রয়েছেন দীপিকা। বর্তমানে এটি নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুপারহিরো ধাঁচের ছবি নির্মাণ নিয়ে পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের সঙ্গেও আলোচনা করছেন তিনি।”

দীপিকা পাড়ুকোন

দীপিকা এখন ব্যস্ত আছেন ‘ছাপ্পাক’ ছবির কাজ নিয়ে। এসিড আক্রান্ত লক্ষী আগারওয়ালের জীবনী নিয়ে নির্মিত ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি। এছাড়াও কবির খানের ‘৮৩’তে কাজ করছেন তিনি। যেখানে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে তার স্বামী রণবীর সিংকে।

এ সম্পর্কিত আরও খবর