ভালোবাসার গল্পে নির্মিত ‘ডোনার’ শিরোনামে ৩০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ভালবাসা দিবসে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নির্মাতা নূরুল আলম আতিক। সম্প্রতি ময়মনসিংহ ও গৌরীপুরের বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য ধারণ শেষ করেছেন এই নির্মাতা। আসছে ভালবাসা দিবসে ‘ডোনার’ প্রচারিত হবে জনপ্রিয় প্লাটফর্ম ‘হইচই’-এ।
জানা গেছে, হইচই প্রতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ‘পাঁচফোড়ন’ শিরোনামে ৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ নির্মাণ করে। এরমধ্যে বাংলাদেশ থেকে দুজন নির্মাতা এবং ভারত থেকে তিনজন নির্মাতা মোট পাঁচটি গল্প নির্মাণ করেন। এ বছর বাংলাদেশ থেকে নূরুল আলম আতিক ও গিয়াস উদ্দিন সেলিম দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ নির্মাণ করছেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা নূরুল আলম আতিক বলেন, ‘ডোনার’ভালোবাসার গল্প। এই ভালোবাসা যে কোনো ধরনের ভালোবাসা হতে পারে। বাবা-মা কিংবা প্রেমিক-প্রেমিকার ভালোবাসা। পুরনো গল্প হলেও এটিকে নতুন করে দেখার চেষ্টা করেছি।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, অর্চিতা স্পর্শিয়া ও ইয়াশ রোহানসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন সুমন সরকার, সহকারী পরিচালক রাজিব রাফি ও শ্যামল শিশির, রূপসজ্জায় ফরহাদ রেজা মিলন, পোশাক পরিকল্পনায় সেরা, শিল্প নির্দেশনায় দেওয়ান রবি।