‘গান চুরি’র অভিযোগ শিহাব শাহীনের বিরুদ্ধে

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 11:27:29

‘এই শহরে কেউ নেই’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছিলেন শিহাব শাহীন।

প্রচার হয়েছিলো গত ইদে, চ্যানেল নাইনে।

এতে যে গান তিনি ব্যবহার করেছেন, সেটি স্যমন্তকের গাওয়া এবং ওই গান ব্যবহারের জন্য তার কাছ থেকে কোনো ধরণের অনুমতি নেয়া হয়নি- বলে সম্প্রতি অভিযোগ করেছেন স্যমন্তক সিনহা।

স্যমন্তক কলকাতার সংগীতশিল্পী।

এ প্রজন্মের এই মেধাবী শিল্পী প্লেব্যাক করেছেন বেশকিছু চলচ্চিত্রে।

‘স্যমন্তক অ্যান্ড মেটস’ নামে একটি ব্যান্ডও আছে তার। করছেন সংগীত পরিচালনাও।

আরও পড়ুনঃ খয়েরি বিকেল যারা করলেন

শ্যামল মিত্রের ‘কী নামে ডেকে বলবো তোমাকে’ গানটিতে নতুন সংগীতায়োজনে কণ্ঠ দেন স্যমন্তক।

তার গাওয়া এ গান ইউটিউবে প্রকাশ হয় ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি।

স্যমন্তকের অভিযোগ,

তার গাওয়া এ গানটিই শিহাব শাহীন ব্যবহার করেছেন ‘এই শহরে কেউ নেই’ টেলিফিল্মে।

গান ব্যবহারের জন্য কোনো ধরণের সম্মানী প্রদান তো দূরে থাক, তার কাছ থেকে বিন্দুমাত্র অনুমতিও নেননি শিহাব শাহীন।

এ বিষয়ে স্যমন্তক ৮ জুলাই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আক্ষেপ করে তিনি লিখেছেন,

‘গানটি আমার গাওয়া, এবং সংগীতায়োজনও আমার। প্রযোজনা করেছে ‘কলকাতা ভিডিওস’। এই টেলিফিল্মে [এই শহরে কেউ নেই] সেটা থিম মিউজিক হিসেবে ব্যবহৃত হয়েছে। আমাদেরকে জানানোও হয়নি। এটার জন্য তারা কৃতজ্ঞতা স্বীকার কিংবা আমাদের নামটিও ব্যবহার করার প্রয়োজন বোধ করেননি। আমরা খুবই মর্মাহত হয়েছি। কিন্তু অবাক হইনি, কারণ, আমাদের মতো যারা স্বাধীন শিল্পী তারা এভাবেই অপমানজনক ব্যবহারের স্বীকার হন প্রায়ই।’

এ ঘটনায় কলকাতার আরও অনেক সংগীতসংশ্লিষ্টরা, বিশেষ করে সাহানা বাজপেয়ী, ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে তাতে কোনো লাভ হয়নি।

আরও পড়ুনঃ পাঁচ কন্যার গল্প

নির্মাতা শিহাব শাহীন, যার বিরুদ্ধে ‘গান চুরি’র অভিযোগ, তিনি যোগাযোগও করেননি স্যমন্তকের সঙ্গে। দুঃখপ্রকাশ তো দূরে থাক।

তবে ‘গান চুরি’র অভিযোগ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে, তখন টেলিফিল্মটির প্রযোজনা প্রতিষ্ঠান চুপিচুপি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। ইউটিউবে আপলোডকৃত টেলিফিল্মটির ডেসক্রিপশন বক্সে জুড়ে দিয়েছেন স্যমন্তকের নামটি! এবং স্যমন্তক অভিযোগ করছেন- সেটাও হয়েছে তাকে না জানিয়ে!

এ বিষয়ে ফেসবুকে স্যমন্তকের স্ট্যাটাস:

স্ট্যাটাস দিয়েছেন সাহানা বাজপেয়ীও:

আরও পড়তে পারেনঃ

নায়ক রাজের নামে ইনস্টিটিউট চান ববিতা

এ সম্পর্কিত আরও খবর