এখন পর্যন্ত খুব কম লোকেই জানে তাদের নাম। এর আগে টুকটাক কিছু কাজ করলেও এই প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করেছে তারা।
গতকাল ২০ জুলাই রাজধানী ঢাকার ধানমন্ডিতে রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে একটি কনসার্টের মাধ্যমে আলোর মুখ দেখে অ্যালবামটি।
কনসার্টে রকাফোবিক ছাড়াও পারফর্ম করে ব্যান্ড কার্নিভাল, ঔন্ড, কনক্লুশন, সিন, লিকুইড স্টেট ড্রাইভ, নাইভ ও পিন কোড।
পুরো ব্যাপারটি অবশ্য আগে থেকেই জানিয়ে রাখে ব্যান্ড রকাফোবিক, ফেসবুক ইভেন্টের মাধ্যমে।
‘স্রোত’ অ্যালবামের গানগুলো:
রকাফোবিক এর লাইনআপ:
যেভাবে জন্ম:
২০১২-এর দিকে দুই বন্ধু তাহমিদ আর সাকিব মিলে একটি ব্যান্ড করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ফসল এই রকাফোবিক।
নির্দিষ্ট কারোর নাম না বলে রকাফোবিক বলতে চায়, তাদের সব গানগুলোর লেখা, সুর এবং সংগীতায়োজন ব্যান্ডেরই। অ্যালবামটির মিক্সড এবং মাস্টারিং করেছেন এ.কে রাতুল।
এ এক নতুন পূর্ণিমা
শাফিন এখন জাতীয় পার্টিতে
অভিযুক্ত হিনা খান, পাল্টা হুমকি
‘সঞ্জীব’ নিয়ে ফিরছে দলছুট