বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬২তম আসরে অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও সেরা নতুন সংগীতশিল্পীর পুরস্কার ঘরে তুলেছেন বিলি আইলিশ। এবার মার্কিন এই সংগীতশিল্পী গান গাইবেন অস্কারের মঞ্চে। বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে অস্কার কর্তৃপক্ষ।
শুধু অস্কার মঞ্চে সংগীত পরিবেশন নয়, জেমস বন্ড সিরিজের আসন্ন ছবি ‘নো টাইম টু ডাই’-এর ‘ব্যাড গাই’ শিরোনামের গানটির জন্য সেরা মৌলিক গানে মনোনয়নও পেয়েছেন বিলি আইলিশ। যেখানে তার পাশাপাশি আরও মনোনয়ন পেয়েছেন এলটন জন, ইডিনা মেনজেল, সিনথিয়া এরিভো, র্যান্ডি নিউম্যান এবং ক্রিসি মেটজ।
চমকপ্রদ তথ্য হলো- অস্কার মঞ্চে জেমস বন্ড সিরিজের গানগুলোর ইতিহাস রয়েছে। কেননা ২০১২ সালে এই সিরিজটির ‘স্কাইফল’-এর একটি গানে কণ্ঠ দিয়ে অস্কার ঘরে তুলেছিলেন অ্যাডেল এবং ২০১৬ সালে একই সিরিজের ‘স্পেক্টার’-এ একটি গান গেয়ে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছিলেন স্যাম স্মিথ। এখন দেখার অপেক্ষা গ্র্যামির মতো অস্কারটিও নিজের ঘরে তুলতে পারেন কিনা বিলি!