সৌরভ-পায়েলের রোমান্টিক কমেডি সিনেমা ‘কড়াপাক’

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা | 2023-12-21 20:26:30

রোমান্টিক কমেডি সিনেমা ‘কড়াপাক’ নিয়ে হাজির হচ্ছেন সৌরভ দাস ও পায়েল সরকার। রোমান্টিক কমেডি এই সিনেমাটি পরিচালনা করবেন সৌরদীপ বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাবে।

 

সিনেমার গল্পে দেখা যাবে, একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে হঠাৎ করে দেখা হয়। শুরু হয় তাদের মধ্যে প্রেম। কিন্তু তারা বিয়ে করবে কি না, এনিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে নানা ধরনের ঘটনা ঘটে।

 

সৌরভ দাস ও পায়েল সরকার ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিত সাহা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, তনিমা সেনসহ অনেকেই।

বাংলায় রোমান্টিক কমেডি সিনেমার সংখ্যা এখন হাতেগোনা। অথচ দর্শকদের মধ্যে এ ধরনের ছবির চাহিদা সবচেয়ে বেশী। ‘কড়াপাক’ দর্শকদের কতটা তৃপ্তি দেবে, সে কথা অবশ্য সময়ই বলবে।

এ সম্পর্কিত আরও খবর