অনেক দিন নাটকে নেই তাসনুভা এলভিন। এমনকি ভালোবাসা দিবসের নাটকেও নেই ছোট পর্দার পরিচিত এই মুখ। কিন্তু কি কারণে পর্দায় নেই এই অভিনেত্রী সেই খবর নিতে গিয়ে জানা গেলো, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসনুভা এলভিন।
প্রথমবারের মত মা হওয়ার খবর বার্তা২৪.কমকে নিশ্চিত করে তাসনুভা এলভিন বলেন, ‘গত ছয় মাসের বেশি সময় ধরে আমি অভিনয়ে নেই। অনেকেই কারণ জানতে চায়। তার কারণ আমি মা হচ্ছি। মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারবো।’
মা হওয়ার পর আবার অভিনয়ে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তাসনুভা এলভিন বলেন, ‘হ্যাঁ, আমি আবার কাজে ফিরবো। আমার স্বামীও চায় আমি কাজ করি। সবাই দোয়া করবেন আমার জন্য ও আমার বেবির জন্য।’
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন তাসনুভা এলভিন। ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে পারিবারিক ভাবে বিয়ে করেন এই অভিনেত্রী।