তার চাচা সংগীতের প্রখ্যাত মানুষ নুসরাত ফতেহ আলী খান।
সুফি গানের পাশাপাশি বলিউডের ছবিতে গান গেয়েও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন রাহাত ফতেহ আলী খান।
প্রথমদিকে ভক্তিমূলক গান গাইতেন তিনি।
কাওয়ালি ছাড়াও গজল সংগীতে তার খ্যাতি বিশ্বজুড়ে।
আয়োজন চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের।
এবারই প্রথম নয়, এর আগেও তিনি বাংলাদেশে এসেছেন ভক্তদের গান শোনাতে।
প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য রুমা জানালেন-
আমরা চ্যানেল লাইভ থেকে প্রতি বছরই ভারতের বড় বড় শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করে থাকি। গেল বছর কলকাতার জিৎ গাঙ্গুলি এসেছিলেন। এ বছর গান শোনাতে আসছেন রাহাত ফতেহ আলী খান। তার আসার বিষয়ে সকল কথা প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে আশা করি নভেম্বরেই আমরা তাকে নিয়ে দেশে কনসার্ট করতে পারবো।
তবে কোথায় রাহাত ফতেহ আলী খানকে নিয়ে কনসার্ট হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য-
‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘জান্নাত ২’, ‘হিরোইন’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ অসংখ্য ছবিতে কণ্ঠ দিয়েছেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান।
আরও পড়ুনঃ
চলছে সুপারম্যান, আসছে ব্যাটম্যানও