করোনা সচেতনতায় ১৯ ভাষায় সিসিমপুরের পিএসএ

বিবিধ, বিনোদন

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 19:54:34

সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ গত মার্চে করোনা প্রতিরোধে শিশুদের সুরক্ষায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করে।

বিনোদনের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে শিশুদের সচেতন করতে বেশ কয়েকটি বিজ্ঞাপন তৈরি করে তারা। সচেতনতামূলক বিজ্ঞাপনগুলোতে অভিনয় করে শিশুদের প্রিয় ইকরি, শিকু, টুকটুকি, হালুম আর একঝাঁক শিশু।

এবার কোভিড-১৯ সংক্রান্ত ছয়টি পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ) প্রচার করছে সিসেমি ওয়ার্কশপ। এসব পিএসএ বিশ্বজুড়ে ১৯টি ভাষায় প্রচারিত হচ্ছে। এগুলি বাংলা ও রোহিঙ্গায় ভাষাতেও প্রকাশ করেছে শিশুদের প্রিয় সিসিমপুর।

এগুলিতে স্বাস্থ্যকর অভ্যাসের সঙ্গে শিশুদের শেখানো হয়েছে— নিজের যত্ন নেওয়া মানে একে অপরের যত্ন নেওয়া। কিভাবে সঠিকভাবে হাঁচি দেওয়া যায়, কেমন করে হাত ভালোমতো ধুয়ে নিতে হয় এবং নিরাপদে কাশি দেওয়ার কৌশল শেখানো হয়েছে পিএসএ-তে।

এ সম্পর্কিত আরও খবর